গর্বের রামধনু উৎসব সোনায় মোড়া কালেকশনে

 

বাংলা হান্ট ডেস্ক : পুরুষ বা নারীর তকমা ছাড়াও যে মানব অস্তিত্ব বিদ্যমান তা স্বীকার করতে মানতে নারাজ ছিল সমাজ।সর্বোপরি বলা ভালো আমাদের কোনও লিঙ্গভেদ নেই, আমাদের কোনও জাতিভেদ নেই, আমরা স্ফুলিঙ্গ…জোর গলায় এই কথা বলা একমাত্র তাঁদেরই মানায় কারণ মানুষ হিসেবে এটাই তাঁদের অধিকার। কোনও মানুষই কখনও প্রান্তিক হতে পারে না। রূপান্তরকামী এই শব্দটা আসলে একটা তকমা মাত্র।

 

প্রসঙ্গত জানা যাচ্ছে চলতি মাসে সারা বিশ্বজুড়েই পালিত হচ্ছে গর্বের রামধনু উৎসব। ১৯৬৯-এ প্রথম অধিকারের দাবিতে সরব হন তাঁরা। পুরুষ বা নারীর তকমা ছাড়াও যে মানব অস্তিত্ব বিদ্যমান তা স্বীকার করতে সহজে চায়নি সমাজ। তৃতীয় লিঙ্গ বললে কেবল নপুংসক অথবা হিঁজড়ে এই তকমাই দাগানো হয়েছে। রূপান্তরকামী, সমপ্রেমী, উভপ্রেমী বা যৌনতাহীন মানব অস্বিত্ব যে সম্ভব এবং তা অতীব বাস্তব, সেসব উচ্চারণ ছিল আজগুবি। বহু লড়াই, আন্দোলনের লম্বা পথ হেঁটে ‘প্রান্তিক’ পাড়ায় থাকা এই ছকভাঙা মানুষগুলো আজ অন্য আকাশে শ্বাস নিল বুক ভরে মুক্তির। সেনকো গোল্ডের এই প্রাইড কালেকশন সেই স্বাধীনতারই যেন উদযাপন।

dc629 img 20190630 wa0012

বৃহস্পতিবার লঞ্চ হল সেই নতুন কালেকশন। উপস্থিত ছিলেন মানবী বন্দ্যোপাধ্যায়। চণ্ডীর বেশ ধরে এলেন তিনি। এই প্রাইড কালেকশনে রয়েছে রুপোর গয়নাও। দাম শুরু ৫০০ টাকা থেকে। আগামী দিনে সেনকো কে উন্নতির পথ দেখাক আরো এই কালেকশন।

সম্পর্কিত খবর