বাংলা হান্ট ডেস্ক: উৎসব অনুষ্ঠান হোক কিংবা ছুটিছাটার দিনে মাঝেমধ্যে অনেকেই সুরা পান করে থাকেন। বিশেষ করে পছন্দের তালিকায় হুইস্কি (Whisky) থাকে সবার উপরে। অনেকে আবার এই হুইস্কির (Whisky) বোতলের উপর বিভিন্ন রং, কারুকার্য করে ঘর সাজান। যদিও আজকাল ঘর সাজানোর জন্য এই বোতল গুলো অত্যন্ত ট্রেন্ডিং একটি জিনিস হয়ে উঠেছে।
হুইস্কি (Whisky) বোতল কিভাবে তৈরি হয় জানেন?
পালা-পার্বণ আসলেই তো হুইস্কি (Whisky) দিয়ে গলা ভেজাচ্ছেন। তবে কখনো কি ভেবে দেখেছেন এই হুইস্কি (Whisky) বোতল কিভাবে তৈরি করা হয়? কাঁচের বোতল তৈরির পদ্ধতি দেখলে আপনার গা শিউরে উঠবে।
হুইস্কি (Whisky) বোতল বানানোর ভিডিও:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা গিয়েছে ঠিক কিভাবে হুইস্কি (Whisky) বোতল তৈরি করা হচ্ছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, একটি বড় লরি থেকে শয়ে শয়ে কাঁচের বোতলে নামাচ্ছে। এরপর সেখানে থেকে একটা মোটা লাইনের মধ্যে দিয়ে অজস্র কাঁচের বোতল বয়ে বয়ে নীচের দিকে আসছে। এরপর সেগুলি যখন নীচের দিকে আসছে তখন সেগুলিকে কয়েকজন মহিলা হাতে গ্লাভস পড়ে একটি সরু হাতুড়ির মাধ্যমে ভাঙতে দেখা যায়।
মূলত মেশিনটি এমনভাবে তৈরি যে একদিক থেকে এসে আরেক দিকে বয়ে বয়ে যাচ্ছে। ওই ভাঙ্গা বোতলের কাঁচগুলি এরপর আরো একটি গোলাকার মেশিনের মধ্যে প্রবেশ করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই গোলাকার মেশিনের এক প্রান্ত দিয়ে কাঁচের ভাঙ্গা বোতলগুলি প্রবেশ করছে, আরেক প্রান্ত দিয়ে সেগুলি গুড়ো হয়ে বেরিয়ে আসছে। সেখান থেকে আবার সরু নলের মত আরও একটি জায়গা দিয়ে কাঁচের গুড়োগুলো নিচে নেমে আসছে।
আরও পড়ুন: দুর্দান্ত স্যালারি! অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে কল্যাণী AIIMS, ইন্টারভিউয়ে বসবেন কিভাবে?
সেখানে আরো কয়েকজন মহিলা হাতে গ্লাভস পড়ে ওই টুকরোগুলো থেকে বড় বড় কাঁচের অংশগুলো বের করে ফেলে দিচ্ছেন। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সরু নলটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে। এরপর হচ্ছে আসল কাজ! ভিডিওতে দেখা যায়, বড় বড় কিছু যন্ত্রপাতির মধ্যে দিয়ে আগুনের কিছু ঝলকানি বেরিয়ে আসতে। আসলে সেই যন্ত্রের মধ্যেই কাঁচের বোতলগুলি অর্থাৎ হুইস্কির (Whisky) বোতল তৈরি হচ্ছে।
যদিও দেখা যায়, মেশিন চালানোর জন্য মেশিনের পিছনে এক ব্যক্তি বিশেষ কিছু উপাদান ব্যবহার করছেন। যার মধ্যে দিয়ে আগুনের তেজ বৃদ্ধি পেতে দেখা যায়। কাঁচের বোতল তৈরি হয়ে যাবার পর, সেগুলি আবার একটি চলন্ত লাইনের মধ্যে দিয়ে পরীক্ষার জন্য যাচ্ছে।
এইভাবে একাধিক কাঁচের বোতল সারি সারি ভাবে এগিয়ে যাচ্ছে। এরপর দেখা যায়, যে কাচের বোতল গুলি ভালো রয়েছে সেগুলি হুইস্কির (Whisky) বোতল রূপে প্যাকেজিংয়ের জন্য যাচ্ছে। আর যেগুলিতে একটু-আধটু খুদ রয়েছে সেগুলিকে ফেলে দেওয়া হচ্ছে অন্যদিকে। এভাবেই তৈরি হয়ে গেল হুইস্কির (Whisky) বোতল। এরপর সেগুলি বাক্সের মধ্যে প্যাক করে বাজারে পাঠানো হবে।