রতন টাটার পরিকল্পনা বাস্তবায়িত করল টাটা গ্রুপ! এয়ার ইন্ডিয়ার সাথে সংযুক্ত হল ভিস্তারা

বাংলা হান্ট ডেস্ক: গতমাসেই প্রয়াত হয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা। যাঁর প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এমতাবস্থায়, তাঁর একটি বিশেষ পরিকল্পনাকে প্রাধান্য দিয়েই নেওয়া হল বড় পদক্ষেপ। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার অফিশিয়ালি একত্রীকরণ ঘটল টাটা গ্রুপের (Tata Group) দুই সংস্থা এয়ার ইন্ডিয়া (AI) এবং ভিস্তারা।

সংযুক্ত হল টাটা গ্রুপের (Tata Group) দুই সংস্থা:

মূলত, রতন টাটার গৃহীত উদ্যোগকে অনুসরণ করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানিয়ে রাখি যে, ২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছিল টাটা গ্রুপ (Tata Group)। তারপরে, রীতিমতো ঢেলে সাজানো হয় ওই বিমান সংস্থাকে। শুধু তাই নয়, সেই সময়ে বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে সংযুক্তিকরণ করা হয় এয়ার এশিয়া ইন্ডিয়াকে।

Tata Group implemented Ratan Tata's plan.

এমতাবস্থায়, রতন টাটার পরিকল্পনা অনুযায়ী এবার এয়ার ইন্ডিয়ার সাথে যুক্ত হল ভিস্তারাও। জানিয়ে রাখি যে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে হাত মিলিয়ে ২০১৪-তে টাটারা ভিস্তারা তৈরি করেছিল। এদিকে, ২০২২-এ কেন্দ্রের ডাকা নিলামে ওই গ্রুপ (Tata Group) কিনে নেয় এয়ার ইন্ডিয়াকে। এর পরেই ও দুই সংস্থাকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এদিকে, এই প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগের সংযুক্তি থেকে শুরু করে উভয় সংস্থার কর্মীদের বেতন ও কাজের প্রক্রিয়ায় সমতা আনার মতো পদক্ষেপের দিকে যথেষ্ট নজর দেওয়া হয়। যদিও প্রাথমিক ভাবে পাইলটদের অবসরের বয়স নিয়ে কিছু সমস্যা তৈরি হলেও শেষ পর্যন্ত সম্পন্ন হল এই সংযুক্তিকরণ।

আরও পড়ুন: ঘনিয়ে আসছে সঙ্কট? ১৪ মাসে প্রথমবার খুচরো মুদ্রাস্ফীতি পেরোল RBI-এর সীমা, চিন্তায় আমজনতা

তবে, এই সংযুক্তিকরণের পরেও সামগ্রিকভাবে সংস্থার নাম থাকছে এয়ার ইন্ডিয়া। এদিকে, জানা গিয়েছে এবার ভিস্তারার বিমানগুলির নম্বর হবে মোট চার অঙ্কের। যেগুলি শুরু হবে “২” সংখ্যাটি দিয়ে। ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় পৌঁছতেই চরম টেনশনে টিম ইন্ডিয়া! প্রথম টেস্টেই ঘটতে পারে বড় কেলেঙ্কারি

যেখানে বলা হয়েছে যে, এই নতুন সংস্থা বর্তমানে বিদেশি বিমানবন্দরে ৫,৬০০-রও বেশি সাপ্তাহিক উড়ানের পরিচালনা করবে। এর পাশাপাশি, ৯০ টিরও বেশি অভ্যন্তরীণ উড়ান পরিচালনা করা হবে। সামগ্রিকভাবে মোট ২০৮ টি বিমান এই পরিষেবায় ব্যবহৃত হবে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর