তাঁর দল পাচ্ছে বাড়তি সুবিধা! চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি

বাংলা হান্ট ডেস্ক: এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি (Lionel Messi)। এমনিতেই তিনি আর কতদিন ইন্টার মায়ামিতে খেলবেন সেই বিষয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। মূলত, ২০২৫ সাল পর্যন্ত ওই ক্লাবের সাথে চুক্তি রয়েছে তাঁর। কিন্তু, তিনি আদৌ ততদিন খেলবেন কিনা সেটাই এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তার কারণ হল, ওই ক্লাব তথা ইন্টার মায়ামিকে ফিফার তরফে বাড়িতে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে।

বড় ইঙ্গিত দিলেন মেসি (Lionel Messi):

এমতাবস্থায়, এই বিতর্কের মুখোমুখি হয়ে এবার মায়ামি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মেসি (Lionel Messi)। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে মায়ামি। কিন্তু এক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে হয়নি এই ক্লাবকে। কারণ, ফিফার সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু আমেরিকায় এই প্রতিযোগিতাটি সম্পন্ন হবে তাই আয়োজক দেশের ক্লাব হিসেবে সরাসরি খেলার ছাড়পত্র হয়েছে এই ক্লাব। ফিফার এই সিদ্ধান্তেরই তুমুল সমালোচনা এবার শুরু হয়েছে।

Lionel Messi indicated to leave the club.

শুধু তাই নয়, এটাও অভিযোগ উঠছে যে মেসির মতো তারকা ফুটবলারকে ওই প্রতিযোগিতায় উপস্থিত রেখে ব্যবসা করতে চায় ফিফা। আর সেই কারণে নিয়ম ভেঙ্গে এই সিদ্ধান্ত লাগু করা হয়েছে। এদিকে, এই বিতর্কের মাঝেই মেসির ওই ক্লাবে থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি, মেসি (Lionel Messi) নাকি জানিয়েছেন তিনি এই বিতর্কের মধ্যে থাকতে চান না। তাই, ক্লাব ছাড়তে চান।

আরও পড়ুন: রতন টাটার পরিকল্পনা বাস্তবায়িত করল টাটা গ্রুপ! এয়ার ইন্ডিয়ার সাথে সংযুক্ত হল ভিস্তারা

এদিকে, ওই দলের কোচ তাতা মার্টিনো বিষয়টির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, “মেসি (Lionel Messi) কত দিন থাকবে আমি জানি না। মেসি মায়ামিতে আসার পরে এই দলের চেহারা পাল্টে গিয়েছে। গতবার আমরা ট্রফিও জিতেছি। একটা সময় যে দল মেজর লিগ সকারে সকলের শেষে থাকত সেই দলটাই এখন প্লে-অফ খেলেছে। আমরা এই দুর্দান্ত ফর্ম আগামী মরশুমেও ধরে রাখতে চাইব। তার জন্য অবশ্যই আমাদের মেসিকে প্রয়োজন। যদিও মেসি নিজেই ওর ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে।”

আরও পড়ুন: ঘনিয়ে আসছে সঙ্কট? ১৪ মাসে প্রথমবার খুচরো মুদ্রাস্ফীতি পেরোল RBI-এর সীমা, চিন্তায় আমজনতা

প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬ সালে আমেরিকায় সম্পন্ন হবে ফুটবল বিশ্বকাপ। এমতাবস্থায়, ফুটবলের এই মহাযজ্ঞের আগে মেসির (Lionel Messi) আমেরিকাতে খেলার গুরুত্ব নিসন্দেহে অনেকটাই বেশি। আমেরিকাতে তিনি খেলার পর ইতিমধ্যেই সেখানে ফুটবলের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে, মেসি পরের বিশ্বকাপ আদৌ খেলবেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর