চায়ের দোকানে ঢুকে ফিল্মি কায়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন! ভাটপাড়ার ঘটনায় শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ সকলের নজর উপনির্বাচনে (By Election)। আজ বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। আর তার সাথে দিকে দিকে অশান্তির খবর। নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় (Bhatpara) তৃণমূল (Trinamool Congress) ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ধুন্ধুমার। অভিযোগ, দুষ্কৃতীরা বাইকে এসে তৃণমূল নেতাকে গুলি চালায়। একই সাথে বোমাবাজিও অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম অশোক সাউ। তিঁনি ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। বুধবার সকালে এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেম অশোকবাবু। সেও দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি চালায়। চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে তৎক্ষণাৎ পালিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: শুরুতেই তুমুল উত্তেজনা! হাড়োয়া থেকে নৈহাটী, দিকে দিকে তৃণমূল-বিজেপির অশান্তির খবর

অশোকবাবুর গায়ে গুলি লাগে। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তবে অবস্থার আরও অবনতি হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে খবর।

New Town shootout

আরও পড়ুন: ‘ভেঙে গুড়িয়ে দিন…’, চরম ক্ষুব্ধ বিচারপতি! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক কোনো ঘটনার জেরে আক্রমণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতা পার্থ ভৌমিকের অভিযোগ ঘটনার নেপথ্যে অর্জুন সিং। ওদিকে পাল্টা অর্জুনবাবুর দাবি, রাজনীতির কোনো যোগ নেই। এই ঘটনা বন্ধুদের গোলমাল। ওদিকে খুনের ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কমিশন ৷


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর