বাংলাহান্ট ডেস্ক : নভেম্বরের শেষেই ফের বিদেশ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্রাজিলে যাচ্ছেন তিনি। এ বছর জি২০ সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল। আগামী ১৮-১৯ শে নভেম্বর সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী তবে তার আগে নাইজিরিয়া এবং গায়না সফরেও যাবেন তিনি। পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পার্শ্ব বৈঠক করারও সম্ভাবনা রয়েছে মোদীর (Narendra Modi)।
ব্রাজিলের পাশাপাশি নাইজিরিয়া-গায়না সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)
আগামী ১৮-১৯ শে নভেম্বর জি২০ সম্মেলন আয়োজিত হতে চলেছে ব্রাজিলে। প্রধানমন্ত্রীর সেখানে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে ব্রাজিলে যাওয়ার আগে ১৬-১৭ ই নভেম্বর নাইজিরিয়ায় যাবেন মোদী (Narendra Modi)। সে দেশের প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবুর সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনায় উঠে আসতে পারে বাণিজ্য থেকে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার কথা।
দুই দেশেই হবে দ্বিপাক্ষিক বৈঠক: দীর্ঘ ১৭ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নাইজিরিয়ায় যেতে চলেছেন। অন্যদিকে ১৯৬৮ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন দক্ষিণ আমেরিকার দেশ গায়নায়। সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে ১৯-২১ শে নভেম্বর গায়নায় থাকবেন মোদী (Narendra Modi)। বক্তব্য রাখবেন পার্লামেন্টে। পাশাপাশি যোগ দেবেন ভারতীয় বংশোদ্ভূতদের সভায়।
আরো পড়ুন : প্রথম স্ত্রীর সঙ্গে এখনও রয়েছে সম্পর্ক, ‘আমিরের সঙ্গে ডিভোর্সটা খুশির’, এমন কেন বললেন কিরণ!
জিনপিংয়ের সঙ্গেও পার্শ্ব বৈঠকের সম্ভাবনা: রিও ডি জেনেইরোয় এবারের জি২০ শীর্ষ সম্মেলনে বাণিজ্য এবং উন্নয়নের পাশাপাশি ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাবনা থাকছে চিনা প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর (Narendra Modi) পার্শ্ব বৈঠকের। সেক্ষেত্রে গত ২২ অক্টোবরের পর আবারো মুখোমুখি হবেন দুজন।
আরো পড়ুন : শৌচাগার থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ‘দেহব্যবসা করে রোজগার…’, বলিউড নায়িকার ভুলে ধ্বংস হয়ে যায় কেরিয়ার
প্রসঙ্গে, গত বছর জি২০ বৈঠকের আয়োজন করেছিল নয়া দিল্লি। বৈঠক শেষে ব্রাজিলীয় প্রেসিডেন্টের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেন নরেন্দ্র মোদী। সেই মতো এবছর ব্রাজিলে আয়োজিত হচ্ছে এই সম্মেলন।