নিয়োগ দুর্নীতির কুন্তলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি! আজ হাইকোর্টে ED যা বলল… তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। গত বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর থেকে জেলের মধ্যেই দিন কাটছে তাঁর। সম্প্রতি সেই কুন্তলই জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার তাঁর জামিনের বিরোধিতা করে চাঞ্চল্যকর দাবি করল ইডি।

  • গ্রেফতারির পরেও…! কুন্তল (Kuntal Ghosh) প্রসঙ্গে বিস্ফোরক ইডি

বুধবার হাইকোর্টে (Calcutta High Court) কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে কুন্তলের জামিনের বিরোধিতা করা হয়। ইডি দাবি করে, গ্রেফতার হওয়ার কয়েকদিন পরেও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৬০ লক্ষ টাকা ঢুকেছিল। সেই টাকার উৎস কী, সেই বিষয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আজ হাইকোর্টে কুন্তলের (Kuntal Ghosh) জামিন মামলার শুনানি শেষ হয়েছে। এখনও এই মামলায় রায় দেয়নি উচ্চ আদালত। রায় ঘোষণা স্থগিত রেখেছেন জাস্টিস শুভ্রা ঘোষ। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ সময় খারাপ! নিয়োগ দুর্নীতিতে আর কতদিন জেলে থাকবেন পার্থ? আজ যা হল… ফের তোলপাড়!

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর বিগত প্রায় দেড় বছর ধরে জেলবন্দি কুন্তল। তাঁর আইনজীবী আদালতে যুক্তি দেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার (Primary Recruitment Case) অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন। তাঁর মক্কেলকেও এবার জামিন দেওয়া হোক। তদন্তের দীর্ঘসূত্রিতা সহ বেশ কয়েকটি বিষয় আদালতে তুলে ধরেন তিনি।

Kuntal Ghosh Calcutta High Court

কুন্তলের আইনজীবী বলেন, ‘দেড় বছর ধরে জেলবন্দি কুন্তল। এমতাবস্থায় ও যদি জামিন পায়, তাহলে ওঁর পক্ষে তথ্য প্রমাণ নষ্ট করাও সম্ভব নয়’। পাল্টা ইডির (Enforcement Directorate) তরফ থেকে এই জামিনের আবেদনের বিরোধিতা করা হয়।

কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন মানে কুন্তল ঘোষও (Kuntal Ghosh) জামিন পাবেন, এই যুক্তি ঠিক নয়। ইডির আইনজীবীর কথায়, ‘মানিককে শুধু ইডি গ্রেফতার করেছিল, সিবিআই করেনি। ভারতীয় ন্যায় সংহিতার ৪৭৯ (২) ধারায় বলা আছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক মামলা বিচারাধীন থাকে, তাহলে জামিন প্রযোজ্য হবে না। নিয়োগ দুর্নীতিতে কুন্তলের বিরুদ্ধে একাধিক মামলা আছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর