বাংলা হান্ট ডেস্ক: উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই সকলে ব্যস্ত হয়ে পড়েন কি কোর্স (Course) করবেন, কি ডিগ্রী নেবেন তা নিয়ে। অনেকের মতে, উচ্চ মাধ্যমিকের পরই জীবনের আসল অধ্যায় শুরু হয়। এমনকি অভিভাবকেরাও বলেন সঠিক ডিগ্রী কিংবা কোর্স না করলে ভবিষ্যৎ গুরুতরভাবে আহত হয়ে পড়ে।
আর আজকাল এই প্রতিযোগিতার বাজারে কোনটা ছেড়ে কোনটা করবেন সেটা বলা মুশকিল। কারণ দিন যত উন্নত হচ্ছে ততই শিক্ষাব্যবস্থা উন্নত হচ্ছে। ফলে কোর্সের ছড়াছড়ি। তবে এই এত এত কোর্সের কোন কোর্সটি (Course) আপনার জন্য সেরা হবে সেটা বোঝা মুশকিল। তবে এমন কিছু কোর্স রয়েছে যেগুলি সম্পূর্ণ করা, চাট্টিখানি বিষয় নয়। বিশ্বের মধ্যে সবথেকে কঠিন কোর্স হচ্ছে এই কোর্সগুলি।
বহু মেধাবী ছাত্র-ছাত্রীরা কোর্স সম্পূর্ণ হওয়ার আগেই চাপ দেখে মাঝপথে ছেড়ে দেয়। তবে একবার পড়াশুনা সম্পূর্ণ করতে পারলে আপনাকে পিছন ফিরে তাকাতে হয় না।যদি জীবনে উচ্চ স্বপ্ন কিংবা উচ্চ বেতনের কথা ভেবে থাকেন তাহলে এই কোর্স গুলি একমাত্র আপনাদের জন্যই। আজ এমন বিশেষ পাঁচটি কোর্সের কথা বলব যেগুলি সম্পূর্ণ করতে পারলে আপনি চাকরিকে নয় চাকরি আপনাকে খুঁজবে।
বিশ্বের সেরা ৫টি কঠিন কোর্স (Course):
১) ডাক্তারি কিংবা মেডিকেল সায়েন্স (MBBS):
গুগলে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন বিশ্বের মধ্যে অন্যতম কঠিন কোর্স হচ্ছে ডাক্তারি পড়া। মেডিকেল লাইনটি শুনতে যতটা ছোট লাগে, এর পরিধি ততটাই বড়। অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরাও সহজে এই পরীক্ষা পাস করতে পারেন না। তবে হিসাব মতো মেডিকেল সায়েন্স অর্থাৎ MBBS পাশ করতে গেলে আপনার কম করেও ৫ থেকে ৬ বছর লেগে যাবে। এরপর আরো উচ্চতর শিক্ষা নিতে গেলে আরো দু’বছর। অর্থাৎ একজন ডাক্তার হতে গেলে জীবনের অধিকাংশ সময়টা অধ্যাবসায়ের পিছনেই লাগিয়ে দিতে হবে।
২) এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং (Erospace Engineering):
বিশ্বের মধ্যে আরও একটি অন্যতম কঠিন কোর্স হচ্ছে এটি। মূলত এই কোর্সে ছাত্র-ছাত্রীদের বিমানের কর্ম ক্ষমতার পাশাপাশি মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করানো হয়। তবে এই কোর্স সম্পূর্ণ করতে গেলে গাণিতিক দিক থেকে তুখোর হওয়া প্রয়োজন। তাহলেই আপনি এই ডিগ্রী সম্পন্ন করতে পারবেন।
আরোও পড়ুন : যাত্রীদের ভোগান্তি শুরু! টানা ৩ দিন একসাথে ২০০ টি ট্রেন বাতিল, জানুন কোথায়-কবে?
৩) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং (Artificial Intelligence and Machine Learning):
বর্তমান যুগে প্রায় অধিকাংশ ছাত্র-ছাত্রী এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর দিকে ঝুঁকছেন। এটি এমন একটি কোর্স (Course) যা মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করতে সক্ষম। শুধু বুদ্ধিমত্তাই নয় পাশাপাশি, মানুষের মতো ভাবনা চিন্তা করতেও সক্ষম। আর মেশিন লার্নিংয়ের মাধ্যমে মেশিনের বিশেষ প্রশিক্ষণ এবং প্যাটার্ন খুঁজে সঠিক ফলাফল দেওয়ার প্রশিক্ষণ দেয় এই কোর্স।
৪) রোবটিক্স ইঞ্জিনিয়ারিং (Robotics Engineering):
রোবটিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি কোর্স (Course) যেখানে রোবট সম্বন্ধীয় জ্ঞান, প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমান যুগে রোবটেরও বেশ ব্যবহার চলছে। তাই বর্তমানে এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এর জন্য আপনাকে বিজ্ঞান থেকে শুরু করে মেশিনের সম্পর্কেও ধারণা থাকতে হবে।
আরোও পড়ুন : মানসিক সমস্যার সম্মুখীন কিলিয়ান এমবাপে! কমছে জনপ্রিয়তাও, কেরিয়ারে নেমে আসবে অন্ধকার?
৫) নিউরোসায়েন্স (Neuroscience):
সর্বশেষ এবং পঞ্চমতম কঠিন কোর্স হচ্ছে নিউরোসায়েন্স। এটি মেডিকেল বিভাগের মধ্যেই পড়ে মূলত। এই কোর্সের মাধ্যমে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মানবিক বিকাশ, জীববিদ্যা এবং মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। এই কোর্স কিংবা ডিগ্রী সম্পন্ন করলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয়ে ওঠে।