গাছ নয় যেন সোনা! জব্দ হয় পাইলস থেকে ডায়াবেটিস, কি সেই জাদুকরী গাছের নাম?

বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে সুখের অভাব থাকলেও, রোগের (Disease) অভাব নেই। আজ আমাদের জীবনে রোগ সুখ কেড়ে নিয়ে, চোখের জল ফেলাচ্ছে। এই রোগের চক্করে পড়ে আজ মানুষ ফকির হয়ে গেছে। কারণ বর্তমান দিনে ডাক্তারের পারিশ্রমিক থেকে শুরু করে ওষুধের পিছনে যত টাকা খরচ করতে হচ্ছে তাতে দু বছরে একটা অট্টালিকা তৈরি করা যায়। কিন্তু বাঁচতে গেলে তো রোগের (Disease) সারাই করতে হবে। তবে সব সময় ওষুধ নয়, এমন কিছু উদ্ভিজ্জ উপাদান আছে যেগুলিতে সহজেই বড় বড় রোগ কাবু করা যায়।

অসুখ (Disease) সারাতে ‘ওস্তাদ’ এই গাছ

আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, আপনার যদি পাইলসের মতো বড় রোগ (Disease) থেকে থাকে, তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি। এমন অনেক গাছপালা রয়েছে যেগুলি আয়ুর্বেদ রূপে কাজ করে থাকে। তেমনি একটি গাছ হচ্ছে, মাদার গাছ। এই গাছের উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। যদিও মাদার গাছের অপর আরেকটি নাম হচ্ছে আক গাছ। এই গাছ ঠিক কি কি রোগ (Disease) সারাতে পারে দেখে নিন।

১) ডায়াবেটিস: আজকাল প্রায় অধিকাংশ ব্যক্তিরাই ডায়াবেটিসে ভোগেন। আপনি যদি এই রোগে (Disease) ভুগতে থাকেন তাহলে মাদার গাছের পাতা ব্যবহার করুন। এই গাছের পাতা উল্টে পায়ের তলায় রেখে তার উপর মোজা পরে নিলে, দারুণ কাজ করবে। তবে ওই মোজা আপনাকে সারাদিন পরে থাকতে হবে। টানা এক সপ্তাহে পড়ে থাকতে পারলে রক্তে শর্করার মাত্রা কমতে থাকে।

২) পাইলস: মাদার গাছের পাতা পাইলসের জন্য অত্যন্ত উপকারী। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পাইলসের মতো গুরুতর রোগ সারিয়ে দিতে পারে। বিশেষ করে এই পাতা থেকে নির্গত সাদা দুধ এই পাইলস রোগকে সারিয়ে তুলতে সক্ষম। এমনকি পাতা পুড়িয়ে ধোয়া দিলে এই রোগের উপশম হয়।

৩) ফোলা উপশম: যদি শরীরে কোন জায়গায় কোন কারনে আঘাত লেগে ফুলে গেছে সে ক্ষেত্রেও এই গাছের পাতা কাজে লাগে। তাই যে জায়গাটি ফুলে গেছে সেখানে এই গাছের পাতা বেটে লাগিয়ে দিন। তাতেই কাজ করবে।

৪) ত্বক সংক্রান্ত সমস্যা: ত্বকের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে আক গাছের পাতা ব্যবহার করতে পারেন। এই গাছের পাতা বেটে লাগালে ত্বকে কোনরকমের ক্ষত কিংবা রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না।

৫) পক্ষাঘাত: পক্ষঘাতের মতো সমস্যায় যদি ভুগতে থাকেন তাহলে, পাতা গরম করে সেই স্থানে  লাগান। এতে করে রোগীর শিরায় রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়। এমনকি অনেক সময় প্যারালাইস রোগীরা উপকৃত হন।

আরও পড়ুন: যাত্রীদের ভোগান্তি শুরু! টানা ৩ দিন একসাথে ২০০ টি ট্রেন বাতিল, জানুন কোথায়-কবে?

৬) কাশি করে দূর: কাশি থেকে দূরে থাকতে মাদার গাছের পাতা কাজে লাগান। এই গাছের শিকড় শুকিয়ে, কালো মরিচ দিয়ে গুঁড়ো করে ছোট ছোট বল তৈরি করে সেবন করলে যে কোন প্রকারের কাশি থেকে রেহাই পাওয়া যায়।

৭) চুল পড়ার সমাধান: গবেষকদের মতে, চুল পড়ার সমাধান থেকে মুক্তি দেয় এই গাছের পাতা। আপনার মাথায় যেখানে যেখানে চুল পড়ে টাক পড়ে গিয়েছে সেখানে এই গাছের আঠা লাগাতে পারেন। সেই সমস্ত জায়গায় আবারো চুল গজানো শুরু করে।

Disease

এছাড়াও পেটের চর্বি কমায়, আর্থারাইটিস দূর করে। বিভিন্ন রোগের (Disease) দাওয়াই মাদার গাছের পাতা। তবে হ্যাঁ এই গাছের পাতা ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। এমনকি কারও ত্বক সংক্রান্ত অতিরিক্ত সমস্যা থাকলে সে ক্ষেত্রেও ভাবনা চিন্তা করে ব্যবহার করা উচিত।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর