বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় ছবি মুক্তির পর এক মাস কেটে গেলেও বহুরূপী নিয়ে ক্রেজ কমছে না। পুজোয় যে ছবিগুলি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘বহুরূপী’ (Bohurupi) অন্যতম। শিবপ্রসাদ নন্দিতার এই ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে। শুধু কি বাংলায়, বাইরের রাজ্যেও দাপিয়ে বেড়াচ্ছে বহুরূপী (Bohurupi)। বিশেষ করে ছবির ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি বেশ মনে ধরেছে শ্রোতাদের। আর তাই এবারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কাঁপাল এই গান।
নেটপাড়ায় ভাইরাল বহুরূপী (Bohurupi) গানে নাচের ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। জানা গিয়েছে, ভিডিওটি চন্দননগরের বাগবাজারের একটি পুজো মণ্ডপের। চন্দননগরের ঝিকিমিকি আলোকসজ্জায় সাজানো মণ্ডপে তার মধ্যেই বাজছে ‘ডাকাতিয়া বাঁশি’। আর তার মধ্যেই ডাকাতিয়া বাঁশির সুরে তাল মিলিয়ে নাচতে দেখা গেল উচ্ছ্বসিত জনতাকে। অনেকে নকল করলেন কৌশানীর ভাইরাল নাচের স্টেপও।
ভিডিও ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ: ভিডিওটি নজরে পড়েছে ছবির পরিচালক অভিনেতা শিবপ্রসাদেরও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘গতকাল রাত। চন্দননগর। জগদ্ধাত্রী পুজো। ডাকাতিয়া বাঁশির সুরে মেতে উঠল শহর। এখন ইন্সটাগ্রামে ১ লাখ রিল্স ছুঁইছুঁই আর ফেসবুকে ৫০ হাজার রিল্স। ইউটিউবে ভিউ চল্লিশ লাখের কাছাকাছি। কৌশানীর নাচের সাথে তাল মিলিয়েছে অগুন্তি মানুষ। বনি চক্রবর্তী, শ্রেষ্ঠা দাস আর ননীচোরা দাস বাউলের হাত ধরে এলো এবছরের সবচেয়ে জনপ্রিয় গান। জীবনের প্রথম প্লেব্যাক ব্লকবাস্টার, সাব্বাশ।’
আরো পড়ুন: এ কেমন স্বাধীনতা! তীব্র সঙ্কটের সম্মুখীন ‘নতুন’ বাংলাদেশ, চাকরি হারানোর আশঙ্কায় ৫৪ লক্ষ মানুষ
পুজোয় সুপারহিট ডাকাতিয়া বাঁশি: ডাকাতিয়া বাঁশি গানটি গেয়েছেন ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী এবং শ্রেষ্ঠা দাস। গানটি লিখেছেন ননীচোরা দাস বাউল এবং অনিন্দ্য বোস। গানটি (Bohurupi) মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের নজর কেড়ে নিয়েছে। কৌশানীর নাচের প্রশংসাও করেছিলেন অনেকে।
আরো পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে গড়েছিলেন ইতিহাস, কোন প্রশ্নের উত্তর দিয়ে মিউ ইউনিভার্স হন অষ্টাদশী সুস্মিতা?
প্রসঙ্গত, প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয়েছে, এই এক মাসের মধ্যে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে বহুরূপী (Bohurupi)। বক্স অফিসের রিপোর্ট বলছে, পুজোর সময়ে মুক্তি পাওয়া তিনটি ছবিই ভালো ব্যবসা করলেও বহুরূপী এগিয়ে রয়েছে টেক্কা এবং শাস্ত্রীর থেকে। যেখানে মুক্তির পর ৩ সপ্তাহে টেক্কা এবং শাস্ত্রীর আয় ছিল যথাক্রমে ৪.৫ কোটি টাকা এবং ১.০৮ কোটি টাকা, সেখানে বহুরূপী পৌঁছে গিয়েছিল ১২.৪২ কোটি টাকায়। টলিউডে কার্যত রেকর্ড রেকর্ড ব্রেকিং আয় করেছে এই ছবি।