সমাজের চোখরাঙানিকে থোড়াই কেয়ার! বিয়ে না করেই সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগতে একটি অলিখিত কথা প্রচলিত রয়েছে। অভিনেত্রীরা (Actress) একবার মা হওয়া মানেই স্টারডম খুইয়ে বসা। এই কারণে অতীতে বহু নায়িকাই বিয়ে করলেও সহজে মাতৃত্ব স্বাদ নিতে চাইতেন না। পাছে কাজ হারাতে হয়। তবে এখন সময় অনেকটাই বদলেছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকারা (Actress) কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মা হচ্ছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজও করছেন। অনেকে আবার দিয়েছেন আরো সাহসের পরিচয়।

বিয়ে না করেই মা হয়েছেন এই বলিউড নায়িকারা (Actress)

বলিউডে এমন অভিনেত্রীরাও (Actress) রয়েছেন, যাঁরা বিয়ে না করেই হয়েছেন মা। না, এতে কোনো কুৎসার গল্প নেই। বিয়ের আগে অনেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও এই অভিনেত্রীরা মা হয়েছেন অন্য ভাবে, সন্তান দত্তক নিয়ে। সে সময়ে দাঁড়িয়ে সাহসিকতার অন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাঁরা।

These actress became mother without marriage

রবীনা ট্যান্ডন- মাত্র ২১ বছর বয়সে অবিবাহিত রবীনা দত্তক নিয়ে বসেন দুই কন্যা সন্তানকে। তারা ছিলেন তাঁর তুতো বোনের সন্তান। পূজা এবং ছায়াকে মাতৃ স্নেহে বড় করতে থাকেন অভিনেত্রী (Actress)। তবে সমাজ এবং কুৎসার ভয়ে দীর্ঘদিন পর্যন্ত এই দত্তক নেওয়ার কথা লুকিয়ে রেখেছিলেন রবীনা। তাঁর দুই দত্তক কন্যা যখন দশম শ্রেণিতে ওঠেন তখন এই খবর প্রকাশ্যে আনেন তিনি। এখন অবশ্য তাঁরা প্রতিষ্ঠিত। রবীনা নিজেও একজন মেয়ের মা হয়েছেন।

আরো পড়ুন : ডেলিভারির সময়ে জীবন সংশয়! ছেলে আরিয়ান নাকি গৌরি, কার প্রাণ বাঁচাতে চেয়েছিলেন শাহরুখ?

সুস্মিতা সেন- ভারতীয় সমাজে সিঙ্গেল মাদারদের কাছে অনুপ্রেরণা স্বরূপ সুস্মিতা। বিয়ে না করেই প্রথমে রেনে এবং তার দশ বছর পর আলিশাকে দত্তক নেন তিনি। ২০০০ সালে রেনেকে দত্তক নেওয়ার সময় আইনি লড়াই লড়তে হয়েছিল সুস্মিতাকে। অবিবাহিত অবস্থায় সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তকেও কটাক্ষ করেছিলেন অনেকে। কিন্তু সুস্মিতা পিছিয়ে যাননি। বর্তমানে দুই মেয়েকে নিয়েই তাঁর সংসার।

আরো পড়ুন : ছবি-গান দুটোই ব্লকবাস্টার, শারদীয়ার পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কাঁপাল ‘বহুরূপী’র ডাকাতিয়া বাঁশি

একতা কাপুর- বলিউডের খ্যাতনামা প্রযোজক একতা অভিনেতা জিতেন্দ্রর কন্যা। তিনিও একজন সিঙ্গেল মাদার। বিয়ে না করেই ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্র রাভি কাপুরের মা হন তিনি।

সাক্ষী তনওয়ার- হিন্দি ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ সাক্ষী। কেরিয়ারে মন দেওয়ার জন্য তিনিও বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে থেকেছেন। তবে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হতে চাননি অভিনেত্রী (Actress)। ২০১৮ সালে মেয়ে দিত্যাকে দত্তক নেন সাক্ষী।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর