মাধ্যমিকের আগেই বড় খবর! টেস্ট নিয়ে নয়া সিদ্ধান্ত! নির্দেশিকা জারি পর্ষদের

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে (Madhyamik Exam)। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা ঘিরে কমবেশি সকলের মধ্যেই একটা চাপা উত্তেজনা কাজ করে। তবে মাধ্যমিকে বসার আগে টেস্ট পরীক্ষা দিতে হয় ছাত্রছাত্রীদের। এবার এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়েই নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

  • মাধ্যমিকের (Madhyamik Exam) টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে নির্দেশিকা পর্ষদের

মাধ্যমিক দেওয়ার আগে প্রত্যেক পরীক্ষার্থীকেই টেস্ট পরীক্ষা দিতে হয়। মূল পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে টেস্টের ফলাফল দেখে তার মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এই পরীক্ষায় যাতে প্রশ্ন বিভ্রাট না দেখা দেয়, সেটা নিশ্চিত করতে উদ্যোগী পর্ষদ (WBBSE)। এই নিয়ে জারি করা হয়েছে একটি নির্দেশিকা।

মধ্যশিক্ষা পর্ষদের সেই নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিকের (Madhyamik) টেস্টে সিলেবাস বহির্ভূত কোনও প্রশ্ন করা যাবে না। সেই সঙ্গেই অবাঞ্ছিত কোনও প্রশ্নও থাকবে না। কোনও বিদ্যালয় যদি সিলেবাস বহির্ভূত প্রশ্ন অথবা অবাঞ্ছিত প্রশ্ন করে, তাহলে তার দায় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক/ শিক্ষিকার ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার, রাশিয়া থেকে…’! CID-র মুখোমুখি হওয়ার আগেই বোমা ফাটালেন অর্জুন

একইসঙ্গে এলাকার একাধিক বিদ্যালয় একত্রে (ক্লাস্টার) প্রশ্নপত্র তৈরি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে টেস্টের (Madhyamik Test Exam) জন্য আলাদাভাবে প্রশ্নপত্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে রাজ্যের শিক্ষক সংগঠনগুলির একাংশ।

Madhyamik exam

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই প্রসঙ্গে বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদ কেন ক্লাস্টারের বিরোধিতা করছে বোঝা যাচ্ছে না। এখনও সরকার কম্পোজিট গ্রান্টের টাকা দেয়নি। বিদ্যালয়গুলির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এমতাবস্থায় প্রত্যেকটি বিদ্যালয়কে আলাদা আলাদা করে প্রশ্নপত্র ছাপাতে হলে আর্থিক চাপ পড়বে। পড়ুয়াদের কাছ থেকে বেশি টাকাও নেওয়া যাবে না। তাহলে স্কুলগুলি কীভাবে চলবে?’

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) নিয়ে প্রায় প্রত্যেক বছরই পর্ষদের তরফ থেকে নানান সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে নির্দেশিকায়। বলে দেওয়া হয়েছে, পরীক্ষা শেষের পর প্রশ্নপত্রের সফট কপি ইমেল করে পর্ষদকে পাঠিয়ে দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর