বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) দীর্ঘ বিরতির পর ইতিমধ্যেই মাঠে প্রত্যাবর্তন করেছেন। তবে, এবার তাঁর প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে খুশি করবে ক্রিকেট অনুরাগীদের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন মহম্মদ শামিকে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যেতে পারে।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পাবেন শামি (Mohammed Shami)?
জানিয়ে রাখি, মহম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন। যদি, তিনি এই সময়ের মধ্যে চোটের জন্য অসুবিধার সম্মুখীন না হন এবং মেডিক্যাল টিম যদি তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে সেক্ষেত্রে শামি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন।
MOHAMMAD SHAMI PICKED 4/54 UPON HIS RETURN TO CRICKET AFTER 360 DAYS…!!! pic.twitter.com/PRB3lBHhVs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 14, 2024
প্রসঙ্গত উল্লেখ্য যে, এক বছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর ODI বিশ্বকাপের ফাইনালের পর থেকে তিনি একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। পাশাপাশি, তিনি IPL-এও অংশগ্রহণ করেননি। তবে, এখন ধীরে ধীরে কামব্যাক করতে শুরু করেছেন শামি। বর্তমানে তিনি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন। যেখানে শামি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ৪ উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি পুরোপুরি ফিট বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্পের জয়ের পর আমেরিকার দিকে নজর আদানির! তৈরি ১০ বিলিয়ন ডলারের মেগা প্ল্যান, হবে ১৫ হাজার চাকরি
মহম্মদ শামির ফিটনেস পর্যবেক্ষণ করা হচ্ছে: পিটিআই রিপোর্ট অনুসারে, BCCI-এর মেডিক্যাল টিম এখনও শামিকে (Mohammed Shami) নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না এবং রঞ্জি ট্রফি চলাকালীন তাঁকে পুরোপুরি পর্যবেক্ষণ করা হবে। পুরো এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করছেন তিনি। এই সময়ের মধ্যে যদি তাঁর কোনও সমস্যা না হয়, তাহলে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য দলে যোগ দিতে পারেন শামি। রিপোর্টে বলা হয়েছে, ন্যাশনাল সিলেকশন কমিটির সদস্য অজয় রাত্রা এবং এনসিএ মেডিক্যাল হেড ডাঃ নীতিন প্যাটেল রঞ্জি ট্রফিতে শামির ম্যাচ দেখার জন্য উপলব্ধ ছিলেন। তিনি প্রধান নির্বাচক অজিত আগরকারকে রিপোর্ট দেবেন।
আরও পড়ুন: আর্জেন্টিনার ম্যাচে দর্শকরা পরবেন না মেসির জার্সি! দেওয়া হল কড়া নির্দেশ, কেসটা কি?
এদিকে, BCCI-এর একটি সূত্র জানিয়েছে, “মহম্মদ শামিকে (Mohammed Shami) রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে বলা হয়। পাশাপাশি এদিকেও নজর রাখা হয়েছিল যে রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড ২৩ জানুয়ারি শুরু হবে এবং তারপরে টেস্ট মরশুম শেষ হবে। শামির জন্য বড় চ্যালেঞ্জ হবে তিনি এই চার দিনে ব্যথা অনুভব করেন কি না। যদি মেডিক্যাল টিম তার ফিটনেসের বিষয়ে সবুজ সংকেত দেয়, তাহলে অবশ্যই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে তিনি জাতীয় দলে যোগ দেবেন।”