বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতের হালহকিকত নিয়ে যারা খোঁজখবর রাখেন, তারা এই জগতের একটি বহুল পরিচিত শব্দের সঙ্গেও নিশ্চয়ই ওয়াকিবহাল হবেন। পাপারাৎজি (Paparazzi), বর্তমানে নেট মাধ্যমের দৌলতে হরদম শোনা যায় এই শব্দ। তারকাদের হাঁড়ির খবর থাকে এদের কাছে। সবসময় ক্যামেরা নিয়ে তারকাদের পিছে পিছেই ঘুরতে দেখা যায় তাঁদের। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এই পাপারাৎজি (Paparazzi) শব্দটি এল কীভাবে? কীভাবেই বা এই পেশার উৎপত্তি?
বিনোদন জগতের অবিচ্ছেদ্য অংশ পাপারাৎজি (Paparazzi)
পাপারাৎজি (Paparazzi) বা ছবি শিকারি। তারকাদের অন্দর মহলের খবর এনে তা বিক্রি করেই রোজগার হয় তাঁদের। হলিউড থেকে বলিউড কিংবা টলিউড, পাপারাৎজি (Paparazzi) রয়েছে সর্বত্র। অনেক তারকা তাঁদের উপস্থিতি, তাঁদের মনোযোগ পছন্দ করেন, অনেকে আবার এঁদের হাত থেকে পালাতে পারলে বাঁচেন। বস্তুত, পাপারাৎজির অতিরিক্ত ‘নাক গলানো’ স্বভাবের জন্য অনেক তারকাই এড়িয়ে চলার চেষ্টা করেন তাঁদের।
কীভাবে উৎপত্তি এই শব্দের: জানলে অবাক হবেন, এই পাপারাৎজি (Paparazzi) কিন্তু মডার্ন যুগের কোনো হুজুগ নয়। বহুকাল ধরে চলে আসছে এই পেশায়। তবে প্রথম বার পাপারাৎজির শিকার হয়েছিলেন হলিউডের খ্যাতনামা তারকা এলিজাবেথ টেলর এবং রিচার্ড বার্টন। সেটা ষাটের দশক। ইন্ডাস্ট্রিতে সে সময়ে গুঞ্জন ছড়িয়েছিল, এই দুই অভিনেতা অভিনেত্রী নাকি বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁরা তা অস্বীকার করেন।
প্রথম ছবি কোন তারকাদের ওঠে: ১৯৬৩ সালে সকলের চোখ এড়িয়ে ইটালিতে ঘুরতে গিয়েছিলেন এলিজাবেথ এবং রিচার্ড। একান্তে সময় কাটাচ্ছিলেন দুজনে। সেই ছবিই লুকিয়ে তুলে নেন এক ব্যক্তি। সেই ছবি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু ওই ঘটনার যা প্রভাব পড়েছিল তা অবিশ্বাস্য! দাবানলের মতো ছড়িয়েছিল দুই তারকার কিসসা। এমনকি জড়িয়ে পড়েছিল ক্যাথলিক চার্চও। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে দুজনকে বয়কট করার ডাকও উঠেছিল।
আরো পড়ুন: উচ্চতায় এত খাটো, রানি মুখার্জিকে ‘দেড় ফুটিয়া’ বলে রাগাতেন এই অভিনেতা! পালটা কী নাম দেন অভিনেত্রী?
সেই প্রথম। তারপর থেকে এই ধরণের ফটোগ্রাফাররা ক্রমশ বাড়তে থাকেন। ‘পাপারাৎজো’ (Paparazzi) নামটি প্রথম ব্যবহার হয়েছিল ১৯৬০ সালের একটি ছবিতে। এটি ছির এক চিত্র সাংবাদিক চরিত্রের নাম, যা পরে এই প্রসঙ্গে মিডিয়া ব্যবহার করতে শুরু করতে। সেখান থেকেই জন্ম নেয় ‘পাপারাৎজি’।