বাংলা হান্ট ডেস্কঃ এতদিন নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে এই অভিযোগ অনেকদিনের। শুধুমাত্র নিয়োগের অভাবে আজও বেকাএই রাজ্যের বহু ছেলেমেয়ে। তবে এবার নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো যোগীরাজ্য উত্তর প্রদেশের।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিরোনামে উত্তরপ্রদেশে (Uttarpradesh)
সরকারি চাকরির পরীক্ষায় কিছুদিন আগেই নিয়োগ হয়েছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মাত্র ১৮৬ টি পদের জন্য আবেদন করেছিলেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। নির্দিষ্ট সময়ে ফল প্রকাশের পর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই পদের নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এই নিয়োগ চলাকালীন এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে।
রাজ্য সরকারের (Uttarpradesh) যাবতীয় আপত্তি কর্ণপাত না করেই সিবিআই তদন্তের আদেশ দিয়েছে উচ্চ আদালত। সেই সাথে রাজ্যে আরও কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। যত দ্রুত সম্ভব খতিয়ে দেখে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বছর তিনেক এর আগে উত্তর প্রদেশের বিধানসভা এবং বিধান পরিষদের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ১৮৬ টি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।
নির্দিষ্ট ইতিমধ্যেই সেই পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর নিয়োগও সম্পন্ন হয়ে গিয়েছে। যদিও সেই সময় কয়েকজন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করে জানিয়েছিলেন এই পদে এমন অনেকেই চাকরি পেয়েছেন যাদের ওই পদে চাকরি পাওয়ার যোগ্যতাই নেই।
আরও পড়ুন: কাউন্ট ডাউন স্টার্ট! যে কোনো সময় হতে পারে রদবদল! অভিষেকের নরওয়ে সফর বাতিল হতেই শোরগোল
শুধু তাই নয়, উঠে আসে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। দাবি করা হয় যারা চাকরি পেয়েছেন তারা সকলেই কোন না কোন নেতা বা আমলার পরিবারের সদস্য কিংবা নিকট আত্মীয়। হাইকোর্ট প্রথমে এই মামলায় রাজ্য সরকারকেই প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। তখন যোগী সরকারের রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
সেই রিপোর্ট থেকেই জানা যায় দেখা যায়, এক-দুটি ব্যতিক্রম ছাড়া ১৮৬ পদের প্রার্থীদের মধ্যে প্রতি পাঁচজনের একজন হয় রাজ্যের শাসক দল বিজেপির নেতাদের পরিবারের সদস্য নইলে নিকট আত্মীয়। এছাড়া এক-দুটি পদের ক্ষেত্রে দেখা গিয়েছে বিধানসভা ও বিধান পরিষদের কংগ্রেস নেতার সুপারিশেও চাকরি পেয়েছেন তাঁদের আত্মীয়রা। ইতিমধ্যেই এই দুর্নীতিকে ‘ভয়ঙ্কর’ বলে চিহ্নিত করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকেই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা