বাংলা হান্ট ডেস্কঃ আজ বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম দিবস। সেই অনুষ্ঠানেই এদিন বেশ খোস মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এমনিতে আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে নানান ধরনের বেফাঁস মন্তব্য শোনা গিয়েছে। আর এদিন ঝাড়গ্রামে আদিবাসী ভবনের অনুষ্ঠানে ভরা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি’!
অলিম্পিকে সোনা পায়নি ভারত বেফাঁস মমতা (Mamata Banerjee)
এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই বলতে শুরু করেছিলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।’
অরূপ বিশ্বাস যখন একথা বলছিলেন, তখন মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের কৃতি খুদে খেলোয়াড়রা। তাদের চোখে মুখে উচ্ছ্বাস, সামনে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থাকায় বোধ হয় তাঁদের আনন্দটা যেন একটু বেশি ধরা পড়ছে। এমনিতে বরাবরই বাচ্চাদের খুবই স্নেহ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনও বাচ্চাদের দেখেই তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘স্যালুট টু দেম’।
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘এদের যেন কোন অসুবিধা না হয়। কোন পরিকাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে।’ এরপরেই এদিন বেফাঁস মুখ্যমন্ত্রী বলে ফেলেন, ‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।’
আরও পড়ুন: মোদি-শাহের কড়া শাস্তি চাই! নির্বাচনের মধ্যেই BJP-র স্টার প্রচারকদের বিরুদ্ধে কমিশনে কংগ্রেস
এখানে বলে রাখি ভারত এখনও পর্যন্ত অলিম্পিকে মোট ১০ টি সোনা জিতেছে। প্যারিসের নর্ম্যান প্রিচার্ড ১৯০০ সালে প্রথমবার ভারতের হয়ে জোড়া রুপো পান। তারপর ১৯২৮ সালে অ্যামস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত এনেছিল প্রথম সোনা। এই শুরু এরপর ১৯৫৬ সাল পর্যন্ত পরপর ছ’বার অলিম্পিক হকিতে সোনা জিতেছে ভারত।
এছাড়া অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকেও সোনা এসেছে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। যাহ্রাও টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছেন নীরজ চোপড়া। অর্থাৎ অলিম্পিকে ভারতের ইতিহাস অনেক আগে থেকেই সোনায় মোড়া। আর এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্য ঘিরে উঠেছে নিন্দার ঝড়।