বাংলা হান্ট ডেস্ক: আচ্ছা ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন আর সেই সময় হঠাৎ করে তেনাদের (Ghost) দেখা মিলল। তখন রাম রাম জপ করেও পার পাবেন না। বড় বড় পালোয়ানরাও ভূতের নাম শুনলে বাপ বাপ করে পালায়। তবে এবার নিশি রাতে নয়, ভূত দেখা গেল, জনবহুল পথে, রাতের ঝলমলে আলোতে। তাও আবার দিল্লির মত স্মার্ট সিটিতেই ভূতের উপদ্রব। কি বিশ্বাস হচ্ছে না? তবে এটি গাঁজাখুরির গল্প নয় সত্যি সত্যি ঘটেছে এমন ঘটনা। দিল্লির রাজপথে হঠাৎই দেখা মিলছে তেনাদের। যা দেখে সকলের আত্মারাম খাঁচা ছাড়া হয়েছে।
দিল্লির রাস্তায় ভূতের (Ghost) উপদ্রব:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভয়ংকর মুখ, রক্তশূন্য চোখ, চোখের মনি একেবারে হলিউডের ভৌতিক আর্টিস্টদের মত। গালের আশেপাশে লেগে রক্ত, শুধু তাই নয় চুল ছাড়া, পরনে সাদা জামা তাতেও রক্তের ছাপ। চাহনি থেকে শুরু করে চলন বলন সবতেই ভূতের (Ghost) ছাপ স্পষ্ট। দিল্লির জনবহুল রাস্তাতেই হেঁটে হেঁটে বেড়াচ্ছেন তিনি। আর এমন ভূত দেখে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাবার উপক্রম।
क्या हुआ जब ये क्रिएटर भूत बनकर सड़क पर निकली, देखिए पूरी वीडियो
@shaifalinagpalmua ने शेयर किया ये वीडियो #ViralVideo #trendingreels #ghost #Halloween #HindiNews #AsianNewsBharat pic.twitter.com/XrYDcX82GM
— Asian News Bharat (@Asian_newsBH) November 13, 2024
তবে আশ্চর্যের বিষয় কি জানেন এই ভূত (Ghost) সাধারণ মানুষকে দেখে হাসছে, পথচারীরা এসে তার সাথে সেলফিও তুলছে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে ভূত আবার ফটো তুলতে জানে নাকি? আসলে এটি হচ্ছে জ্যান্ত ভূত! তিনি আসলে ভূত নন, তিনি একজন মেকআপ আর্টিস্ট। দিল্লিতে হ্যালোইন পার্টি উপলক্ষে এই ভিডিয়ো কনটেন্টটি তৈরি করেছিলেন শেফালি নামের একজন মেকআপ আর্টিস্ট। আজকাল, মেকআপের জাদুতে কত কিছুই না করছেন মেকআপ আর্টিস্টরা। তার অন্যতম এক দৃষ্টান্ত শেফালি।
আরও পড়ুন: NIA রেখেছিল ১০ লক্ষের পুরস্কার! ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল
এই মেকআপ আর্টিস্টের অনবদ্য মেকআপ দেখে সত্যি প্রশংসা করতে হয়। তবে এমন ভূতের (Ghost) সাজ দেখে ভয় পেয়েছে অনেক বাচ্চারাই। ভয়ে মায়ের আঁচলে মুখ গুঁজেছেন তারা। শুধু বাচ্চারাই নয়, অনেক বড় বড় মানুষেরাও ভয় পেয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শেফালীকে হাফ হাত সাদা রঙের জামা পরতে। তিনি যে লাল রং ব্যবহার করেছেন তা প্রথম দেখাতে কেউ বুঝতে পারবে না এটি রং নাকি রক্ত।
আরও পড়ুন: ম্যাচ শেষে মেসির দিকে ছোঁড়া হল বোতল! গোটা দেশের হয়ে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার
নিজেকে এমন ভাবে সাজিয়েই দিল্লির রাস্তায় পার্কে ঘুরেছেন মেকআপ আর্টিস্ট শেফালি। বাচ্চারা শেফালিকে দেখে এদিক-ওদিক ছুটছে এমনটাই দেখা যায় ভাইরাল ভিডিওতে। আর এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতেই নেট নাগরিকরাও বেশ মজা লুটেছেন। সেই সাথে উঠেছে কমেন্টের ঝড়। অনেকেই তার এমন মেকআপ দেখে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এই ভিডিও দেখে বেশ হেসেছেন।