বাংলা হান্ট ডেস্কঃ সিআইডির মুখোমুখি হওয়ার আগে সম্প্রতি বিস্ফোরক কিছু দাবি করেছিলেন অর্জুন সিং (Arjun Singh)। বলেছিলেন, তাঁকে প্রাণে মারার চক্রান্ত করছে রাজ্য সরকার। সেই জন্য রাশিয়া থেকে কেমিক্যাল জাতীয় জিনিস আনা হয়েছে। সেটা চেয়ারে স্প্রে করা থাকবে। শরীরে ঢুকলে তৎক্ষণাৎ কিছু হবে না। তবে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হতে শুরু করবে! এবার সেই সূত্রেই হাসপাতালে ছুটলেন তিনি।
রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অর্জুনের (Arjun Singh)!
গত বৃহস্পতিবার ৪ বছর পুরনো একটি মামলার সূত্রে সিআইডির (CID) মুখোমুখি হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তার ঠিক দু’দিন পরেই হাসপাতালে ছুটলেন তিনি। শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে হাসপাতালে উদ্দেশে রওনা দেন অর্জুন। শরীরে সত্যিই কোনও বিষ ঢুকেছে কিনা সেটা পরীক্ষা করতে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি।
অর্জুন সিং (Arjun Singh) বলেন, তাঁর শরীরে রাশিয়ান রাসায়নিক সিআইডি প্রয়োগ করেছে কিনা, সেটা জানতেই এই মেডিক্যাল পরীক্ষা করাতে যাচ্ছেন। পরীক্ষায় যদি জানা যায়, শরীরে কোনও বিষ প্রয়োগ করা হয়েছে, তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী নিয়ে অনিয়ম অতীত! রাজ্যবাসীর সুবিধার্থে এবার বিরাট সিদ্ধান্ত সরকারের! জোর শোরগোল
গত বৃহস্পতিবার ভবানী ভবনের উদ্দেশে রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অর্জুন। সেখানেই রাজ্য সরকারের (Government of West Bengal) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তিনি। দাবি করেন, ‘অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার পরিকল্পনা করা হচ্ছে’।
এখানেই না থেমে অর্জুন (Arjun Singh) আরও বলেন, ‘আমায় কিংবা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের প্রকাশ্যে কিছু করতে পারছে না। সেই কারণে রাশিয়া থেকে রাসায়নিক আনানো হয়েছে। সিআইডি বা অন্য কোনও এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে সেই বিষ চেয়ারের আশেপাশেও যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে তৎক্ষণাৎ কিছু হবে না। তবে ৩ থেকে ৬ মাস পর মাল্টি অরগ্যান ফেলিওর হতে পারে। এভাবেই রাজ্য আমাদের প্রাণে মারার চক্রান্ত করছে’।