কত বেতন পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? হাইকোর্টের চিফ জাস্টিসের বেতন জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি সঞ্জীব খান্না। সম্প্রতি ফেয়ারওয়েল নিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। জানেন ভারতের প্রধান বিচারপতির বেতন কত? তথ্য বলছে, অবসরের পর কত টাকা পেনশনই বা কত? সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা ইত্যাদি প্রদান করা হয়ে থাকে ১৯৫৮ সালের সুপ্রিম কোর্টের বিচারপতি (বেতন এবং চাকরির শর্ত) আইনে।

এই আইনে সংশোধনী পেশ করেই শীর্ষ আদালতের বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা যখন পরিবর্তন করা হয়। শেষবার ২০১৬ সালের ১ জানুয়ারিতে বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা সংশোধন করা হয়েছিল। ১৯৫০ থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট চারবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন সংশোধন করা হয়েছে। সেই সময় মাসে ৫,০০০ টাকা করে বেতন পেতেন শীর্ষ আদালতের বিচারপতিরা। এরপর ১৯৮৬ সালে ১০,০০০ টাকা করে মাসিক বেতন প্রদান করা হত সুপ্রিম কোর্টের বিচারপতিদের। একই ভাবে ১৯৯৬ সালে ৩৩,০০০ টাকা, ২০০৯ সালে ১ লাখ টাকা করা হয়। ২০১৬ সালে শেষবার বারে বেতন।

তথ্য অনুসারে, বর্তমানে দেশের প্রধান বিচারপতির বেতন মাসিক ২.৮ লাখ টাকা। এছাড়া প্রধান বিচারপতিকে গ্র্যাজুইটি বাবদ ২০ লাখ টাকা প্রদান করা হয়। প্রধান বিচারপতি অবসরের পর পেনশন বাবদ বার্ষিক ১৬.৮ লাখ টাকা পেয়ে থাকেন। পাশাপাশি সরকারি কর্মীদের মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর পেয়ে থাকেন তিনি।

এছাড়া একাধিক ভাতা পেয়ে থাকেন দেশের প্রধান বিচারপতি। বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ হাউস রেন্ট অ্যালোওয়েন্স বাবদ বেসিক স্যালারির ২৪ শতাংশ, ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’ বাবদ মাসিক ৪৫,০০০ টাকা, এছাড়াও ফার্নিশিং অ্যালোওয়েন্স (আসবাবপত্র বাবদ) ১০ লাখ টাকা পান তিনি। এই হল প্রধান বিচারপতির বেতন ও ভাতা বাবদ তথ্য।

এদিকে বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam) বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত রয়েছেন। ২০২৩ সালের ১১ মে তিনি কলকাতা হাইকোর্টের ৩৩ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন বিচারপতি। এরপর ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। এরপর ২০২৩ সালে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পান।

Supreme Court

আরও পড়ুন: স্বস্তি! উইকেন্ডেই এক ধাক্কায় কমবে পেঁয়াজের দাম, জানিয়ে দিল টাস্ক ফোর্স

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি শিবজ্ঞানমের কর্মজীবনের মেয়াদ শেষ হবে। starsunfolded. Com দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি কর্মী হিসেবে মাসিক ২,৫০,০০০ টাকা বেতন পান কলকাতা হাইকোর্টের এই প্রধান বিচারপতি। পাশাপাশি আনুষঙ্গিক অনেক ভাতাও পেয়ে থাকেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর