বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা
এই ঘটনার কথা তার জানা ছিল না। এই ঘটনা যাতে আর না ঘটে তা তিনি দেখবেন বলেও জানান। প্রশাসনও জানতা বলে তিনি জানান। দলের যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংসদে তার প্রথম অভিজ্ঞতা বেশ ভালো। আজ সাংসদ অধিবেশনে যোগ দিতে ফের দিল্লী যাচ্ছেন তিনি। তার এলাকার সমস্যা নিয়ে তিনি সাংসদে সোচ্চার হবে বলে জানান মিমি চক্রবর্তী।
নুসরতের সিঁদুর পরা নিয়ে যে ফতোয়া দেওয়া হয়েছে এই বিষয়ে বন্ধুর পাশেই দাঁড়ালেন মিমি চক্রবর্তী। এই ঘটনা নারী জাতির কাছে অপমানজনক বলে জানান তিনি। তাদের অকারণ ট্রোল করা হচ্ছে বলে তার অভিযোগ। সোশাল মিডিয়ার ট্রোলারদের এক হাত নিয়ে তিনি বলেন টাকার বিনিময়ে এটা করা হচ্ছে। বাড়ির মা বোন কে সন্মান জানানো হয় সেই সন্মান তাদেরও প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি।
বারুইপুর পুর্ব বিধানসভার ধোসায় একটি রক্তদান শিবিরে যোগদান করেন তিনি।