১০ বছরের প্রেম জীবন, বিয়ের ২ বছরের মাথায় সংসার ভাঙল জনপ্রিয় অভিনেতার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সম্পর্ক-বিচ্ছেদের চক্রব্যূহে ফেঁসে রয়েছে টলিপাড়া। দুদিন অন্তর অন্তর কোনো না কোনো অভিনেতার (Actor) বিচ্ছেদের খবর উঠে আসছে চর্চায়। এমনকি দীর্ঘদিনের সম্পর্কেও ধরছে চিড়। এবার টলিপাড়ার আরো এক অভিনেতার (Actor) সংসার ভাঙার খবর চাঞ্চল্য ছড়াল অনুরাগী মহলে। বিয়ে ভাঙার এক বছর পর মুখ খুললেন অভিনেতা।

বিচ্ছেদের খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেতা (Actor)

ছোটপর্দার অতি পরিচিত মুখ ইন্দ্রাশিস রায়। কাজ করেছেন সিনেমাতেও। বছর দুই আগে হঠাৎ বিয়ে করে সকলকে বড় সারপ্রাইজ দিয়েছিলেন ইন্দ্রাশিস। শেয়ার করেছিলেন বিয়ের আগেও ছিল দীর্ঘ ১০ বছরের প্রেম। তা সত্ত্বেও টিকল না সংসার। বিয়ের পর ২ বছর কাটতে না কাটতেই ডিভোর্সের পথে হাঁটলেন ইন্দ্রাশিস এবং স্ত্রী সৌরভী। তবে এতদিন এই বিচ্ছেদের খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেতা (Actor)।

This actor got divorced in just two years

আগে ডিভোর্স লুকিয়ে ছিলেন ইন্দ্রাশিস: বছর খানেক আগে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলে তা উড়িয়ে দিয়েছিলেন ইন্দ্রাশিস। এমন গোপনীয়তার কারণ কী? অভিনেতা (Actor) বলেন, তাঁরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিয়েতে ডিভোর্স হবে সেটা কখনোই কাম্য নয়। এই কারণে বাবা মার যাতে হ্যারাসমেন্ট না হয় তাই এতদিন বিষয়টা লুকিয়ে ছিলেন তাঁরা।

আরো পড়ুন : মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ‘খেলতে’ চান আরিয়ান! ‘আমাকেও যদি একটু…’ ছেলের সম্পর্কে এ কেমন ইঙ্গিত শাহরুখের!

বন্ধুত্ব থাকবে দুজনের: ইন্দ্রাশিস জানান, ২০২৩ সালেই তাঁদের বিচ্ছেদ পাকা হয়ে গিয়েছিল। পুরো প্রক্রিয়াটাই খুব গোপনীয়তার সঙ্গে মিটিয়েছিলেন তাঁরা। তবে অভিনেতা (Actor) এও বলেন, তাঁরা দুজনেই মুভ অন করে গিয়েছেন। যদিও দুজনের মধ্যে বন্ধুত্বটা থাকবে বলেই জানিয়েছেন ইন্দ্রাশিস।

আরো পড়ুন : প্রথম ভারতীয় হিসেবে গড়েছিলেন ইতিহাস, কোন প্রশ্নের উত্তর দিয়ে মিউ ইউনিভার্স হন অষ্টাদশী সুস্মিতা?

অভিনেতা বলেন, তাঁদের প্রায় এক দশকের প্রেম, ২ বছরের দাম্পত্য জীবন। তাই ডিভোর্স হলেও দুজনের মধ্যে তিক্ততা আসেনি। বরং পুজোর সময়ও বন্ধুরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বলে জানান ইন্দ্রাশিস।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X