অবিশ্বাস্য স্কিম পোস্ট অফিসের! মাসে ২৫০ টাকা জমিয়েই যা রিটার্ন পাবেন….আপনার কল্পনার বাইরে

বাংলাহান্ট ডেস্ক : জনসাধারণের জন্য বিভিন্ন স্কিম রয়েছে পোস্ট অফিসে (Post Office)। তারই মধ্যে অন্যতম হলো আড়াইশো টাকা বিনিয়োগ করে ৭১ লক্ষ টাকা পাওয়া। কি শুনে আকাশ থেকে পড়ছেন তাইতো? কিন্তু এটাই সত্যি। কোন বাড়িতে কন্যা সন্তান জন্মের পর তার বিয়ে থেকে শুরু করে শিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় পড়ে যান অভিভাবকরা।

দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের (Post Office)

তাই আগে থেকেই টাকা জমাতে শুরু করেন মেয়ের জন্য। এবার এক্ষেত্রে সহায়তা করবে পোস্ট অফিস (Post Office)। ব্যাংকে সুদের হার এতটাই কমে গিয়েছে যে, তাই ব্যাংকে টাকা জমিয়ে খুব একটা লাভের লাভ কিছু হয় না। সেই কারণেই পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে রয়েছে বিভিন্ন স্কিম।

Post Office

তার মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের প্রকল্প এটি। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পটি কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চালু করা হয়। এই যোজনায় সবচেয়ে কম ২৫০ টাকা বিনিয়োগ করার পাশাপাশি বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করতে পারেন। এখানে রয়েছে ৮.২% সুদের হার।

আরোও পড়ুন : ‘আজ যদি আসতেন …’ কেন এক মঞ্চে থাকছেন না কেষ্ট-শতাব্দী?

নিজের কন্যা সন্তানের বয়স ১০ বছর হলে তার নামে অ্যাকাউন্ট খুলে পোস্ট অফিসে টাকা রাখতে পারেন। মোট ১৫ বছর ধরে এখানে আপনাকে টাকা রাখতে (Investment) হবে। ২১ বছর পর ওই অ্যাকাউন্টে টাকা ম্যাচুরিটি লাভ করবে। পোস্ট অফিসে (Post Office) গেলেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

post office scheme

বছরে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে ১৫ বছরে সেই বিনিয়োগের পরিমাণ হবে ২২ লক্ষ ৫০ হাজার টাকা। ২১ বছর পর ৭১ লক্ষ ৮২ হাজার ১১৯ টাকা হবে। এই টাকা ম্যাচিওর হওয়ার পর কোন কর দিতে হবে না। তাই আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) নাম লেখান।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর