মাত্র ৬ মিনিটে ২০ টি চালেই হল বাজিমাত! কলকাতায় ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতের অর্জুন

বাংলা হান্ট ডেস্ক: তিনি বিশ্বের এক নম্বর দাবাড়ু! স্বাভাবিকভাবেই তাঁকে হারানো মোটেই সহজ নয়। কিন্তু, এবার এমনটাই ঘটেছে কলকাতায় টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে। ভারতের এক নম্বর খেলোয়াড় অর্জুন এরিগেসি ব্লিটজ গেমে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ দাবাড়ু হিসেবে বিবেচিত ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) মাত্র ২০ চালে পরাজিত করেছেন।

ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারালেন অর্জুন:

একটানা ১৬ টি ম্যাচে জয়ের পর পরাজয়: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ৬ মিনিটের মধ্যে এই দুর্ধর্ষ ম্যাচ শেষ হয়ে যায়। যেটি পরিলক্ষিত করে দর্শকেরাও হয়ে গিয়েছিলেন হতবাক। কারণ, কার্লসেন (Magnus Carlsen) এরিগাসির চালের কিছুতেই জবাব দিতে পারেননি। এদিকে, কার্লসেন টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে টানা ১৬ টি ম্যাচ জিতেছিলেন। কিন্তু এরিগাসি তাঁর জয়ের ধারা ভেঙে দেন।

Arjun Erigaisi defeated Magnus Carlsen.

এর আগে কার্লসেন (Magnus Carlsen) ওই একই টুর্নামেন্টে ৪০ চালে এরিগাসিকে হারিয়েছিলেন। কার্লসেন জানিয়েছিলেন যে, তিনি এরিগাসির সাথে খেলতে সবচেয়ে বেশি উপভোগ করেন। কিন্তু ব্লিটজ রাউন্ডে, এরিগাসি তাঁর নিজস্ব স্টাইলে কার্লসেনকে পরাজিত করেন। এরিগাসির নির্ভুলতা ছিল ৯৮ শতাংশ। অপরদিকে কার্লসেনের নির্ভুলতা ছিল মাত্র ৮০ শতাংশ। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এরিগাসি কত সহজে কার্লসেনের রক্ষণ ভেঙে দিয়েছিলেন।

আরও পড়ুন: চিন দাদাগিরি দেখালেই যোগ্য জবাব দেবে ভারত! LAC-তে তৈরি হচ্ছে “অদৃশ্য দুর্গ”, শক্তি বাড়বে সেনার

এখনও শীর্ষে কার্লসেন: তবে, এরিগাসির কাছে হেরে গেলেও, কার্লসেন (Magnus Carlsen) টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টের ব্লিটজ রাউন্ডে প্রথম স্থানে রয়েছেন। ৯ রাউন্ডে কার্লসেন স্কোর করেছেন ৬.৫ পয়েন্ট। এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের আর প্রজ্ঞানন্দ। যিনি ৬ পয়েন্ট হাসিল করেছেন। এদিকে, ৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এরিগেসি ও রাশিয়ার ড্যানিল দুবভ।

আরও পড়ুন: এবার সমগ্র বিশ্বকে চমকে দিল ভারত! সফলভাবে সম্পন্ন হল দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা

কোথায় দাঁড়িয়ে মহিলা ক্যাটাগরি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মহিলাদের বিভাগে, ক্যাটেরিনা ল্যাগনো ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তিনি ৫ টি জয় এবং ৪ টি ড্র নিয়ে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেননি। ১ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন ভ্যালেন্টিনা গুনিনা। র‌্যাপিড চ্যাম্পিয়ন আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। গোরিয়াচকিনা টানা ৩ টি জয়ের সাথে দুর্ধর্ষ শুরু করেছিলেন। তবে বাকি ৬ টি ম্যাচে ৪ টি ড্র করেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর