বাংলাহান্ট ডেস্ক : মিস ইউনিভার্সের (Miss Universe) মঞ্চ প্রতিটি নারীকেই কখনো না কখনো টানে। সৌন্দর্য প্রতিযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা কার না থেকে থাকে। এ বছর অবশ্য ভারতের স্বপ্ন পূরণ হয়নি। কারণ ভারতের প্রতিনিধি রিয়া সিংহ টপ ১২ জনের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।
কী প্রশ্ন করা হয়েছিল ভারতের মিস ইউনিভার্স (Miss Universe) দের?
এত বছর পর্যন্ত ভারত থেকে মাত্র ৩ জনই মিস ইউনিভার্সের (Miss Universe) শিরোপা পেয়েছেন। তবে এই মঞ্চ শুধু সৌন্দর্যের, এমন ভুল করলে চলবে না। এখানে পরীক্ষা করা হয় বুদ্ধিমত্তা এবং জ্ঞানও। সপ্রতিভ ভাবে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে পারলেই মাথায় ওঠে সেরার শিরোপা। ভারতের তিন সুন্দরী মিস ইউনিভার্সদের (Miss Universe) কী প্রশ্ন করা হয়েছিল জানেন?
সুস্মিতা সেন: তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স (Miss Universe) খেতাব জেতেন। তিনি চূড়ান্ত পর্বে যা উত্তর দিয়েছিলেন, তাতেই মিউ ইউনিভার্সের মুকুট উঠেছিল তাঁর মাথায়। ফাইনাল রাউন্ডে সুস্মিতাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার কাছে নারী হওয়ার সারমর্ম কী?’ সুস্মিতা উত্তর দিয়েছিলেন, ‘একজন নারী হওয়াই ঈশ্বরের আশীর্বাদ যা আমাদের সকলের কদর করা উচিত। একজন শিশুর জন্ম হয় মায়ের থেকে, যিনি একজন নারী। যত্ন নেওয়া, ভালোবাসা কী তা একজন নারীই পুরুষকে দেখাতে পারে। সেটাই নারী হওয়ার সারমর্ম’। সুস্মিতার সপ্রতিভ উত্তর বিচারকদের মন জিতে নেয়। প্রথম একজন ভারতীয় হিসেবে মিউ ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়েন সুস্মিতা।
আরো পড়ুন : ফের সিটি পড়বে সিনেমা হলে, প্রথম ছবির রেকর্ড ভাঙতে ফিরছে পুষ্পা! ভাইরাল প্রথম ঝলক
লারা দত্ত: ২০০০ সালে মিস ইউনিভার্স (Miss Universe) জেতেন লারা। তিনি ৯.৯৯ নম্বর পেয়েছিলেন যা এখনো পর্যন্ত রেকর্ড এই মঞ্চে। লারাকে বলা হয়েছিল, এই মঞ্চের যারা বিরোধিতা করছেন বাইরে তাদের বোঝাতে। অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, ‘মিস ইউনিভার্সের মতো মঞ্চ আমাদের মতো যুবতীদের পছন্দের পথে এগিয়ে যাওয়ার সাহস এবং সুযোগ করে দেয়। সেটা ব্যবসা হোক বা সেনা কিংবা রাজনীতি। এই মঞ্চ আমাদের পছন্দের জন্য সুর চড়াতে শক্তি দেয় এবং আমাদের শক্তিশালী, স্বনির্ভর করে তোলে’।
আরো পড়ুন : ভরসা ছিল স্বামীর উপর, পার্শ্ব চরিত্র থেকে ‘পরিণীতা’র নায়ক উদয়, উচ্ছ্বসিত লেডি লাক অনামিকা
হরনাজ সান্ধু: দীর্ঘ ২১ বছর পর ২০২১ এ মিস ইউনিভার্স (Miss Universe) জেতেন হরনাজ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘চাপ সহ্য করার তরুণী মহিলাদের কী পরামর্শ দিতে চান’? হরনাজ বলেছিলেন, ‘আমার মনে হয়, বর্তমান তরুণ প্রজন্ম সবথেকে বেশি যে চাপটা সহ্য করছে সেটা হল নিজের উপর বিশ্বাস রাখা। নিজে আলাদা এটা বুঝতে পারলেই তুমি সুন্দর। অন্যদের সঙ্গে তুলনা না করে আশপাশে যা হচ্ছে সে বিষয়ে আরো কথা বলা উচিত। নিজের হয়ে কথা বলতে হবে, কারণ তুমিই নিজের জীবনের চালনা শক্তি। আমার আত্মবিশ্বাস আছে, আর তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি’।