টানা ৩ ঘণ্টা…! ‘র‍্যাগিং’ শেষে লুটিয়ে পড়লেন মেডিক্যাল পড়ুয়া! হস্টেলের ছাদেই যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ ফের র‍্যাগিংয়ের শিকার এক পড়ুয়া! এবার এক মেডিক্যাল ছাত্রের (Medical Student) মৃত্যু ঘিরে তোলপাড় দেশ। অভিযোগ, র‍্যাগিংয়ের জেরে প্রাণ গিয়েছে তাঁর। রোদের মধ্যে একটানা ঘণ্টার পর ঘণ্টা তাঁকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

  • র‍্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়া (Medical Student)!

মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুর এই ঘটনা ঘটেছে গুজরাটে। সেখানকার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র ছিলেন প্রয়াত অনিল মেথানিয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মিলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘ইন্ট্রোডাকশন’ (Introduction) নিচ্ছিলেন। তার জেরেই অনিল অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

রিপোর্ট বলছে, ‘ইন্ট্রো’র নামে নবাগত পড়ুয়াদের দীর্ঘক্ষণ হস্টেলের ছাদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই অনিল অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ে সে।

আরও পড়ুনঃ তৃণমূল ভার্সেস তৃণমূল! তৃণাঙ্কুরকে তীব্র আক্রমণ কল্যাণের! সুকান্ত লিখলেন…

অনিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর জ্ঞান ফিরলে পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে। জানা যাচ্ছে, সেই সময় ওই মেডিক্যাল পড়ুয়া র‍্যাগিংয়ের (Ragging) কথা জানিয়েছিল। তারপরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে সে।

Medical student death in Gujarat

ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে সেটা এখনও জানা যায়নি বলে খবর। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গেই দুর্ঘটনার জেরে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে প্রয়াত পড়ুয়ার (Medical Student) পরিবারের কথায়, ‘গতকাল কলেজ থেকে আমাদের কাছে ফোন আসে। বলা হয়, অনিল জ্ঞান হারিয়েছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ওর র‍্যাগিং করেছে। আমরা সুবিচার চাই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর