বাংলা হান্ট ডেস্কঃ বারবার মুখ খোলাতেই এবার ভিন্ন কৌশল! বিগত কিছু সময়ে সরকার, পুলিশকর্তা সহ একাধিক জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছে আর জি কাণ্ডের (RG Kar) মূল অভিযুক্ত সঞ্জয় রায় (Sanjay Roy)। তার একের পর এক মন্তব্যে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। তাই ফের যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই ভিন্ন ‘পন্থা’ নিল পুলিশ।
আগের দিনের মতোই এদিন আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদহ কোর্টে তোলার সময় অতি সতর্ক পুলিশ। প্রিজন ভ্যানে পর পর চাপড়। ক্রমাগত বাজানো হয় হর্নও। শুধুমাত্র সঞ্জয় রায়ের কণ্ঠরোধের জন্যই কি এই প্রয়াস? এদিন সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময় পুলিশকর্মীরা সবাই মিলে হঠাৎই গাড়ি বাজাতে শুরু করে। পুলিশ ভ্যানের গায়ে একজোটে তালি। সঞ্জয়ের চিৎকার করলেও তা যাতে কোনোভাবেই উপস্থিত মানুষজনের কানে না পৌঁছায় তাই পুলিশের স্পেশাল ট্রিটমেন্ট।
গত ৯ অগস্ট আর জি কর ( RG Kar) হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের (RG Kar Doctor Rape and Murder Case) ঘটনায় সঞ্জয় রায় (Sanjay Ray) নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে সিবিআই। গত ১৪ অগস্ট আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। ২৩ অগাস্ট আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়কে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকে জেলেই রয়েছে সঞ্জয়। মাঝে একাধিকবার প্রিজন ভ্যানে চেপে বাইরে এলেও মুখে কার্যত কুলুপ এঁটে থাকলেও বিগত কিছু সময়ে বোমা ফাটিয়েছে সঞ্জয়।
কিছুদিন আগের ঘটনা, শিয়ালদহ কোর্ট থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে, “আমাকে ফাঁসানো হয়েছে। ডিপার্টমেন্ট-সরকার সব জানে।” রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিল, ‘এতদিন চুপচাপ ছিলাম। এতদিন কোনো কথা বলিনি। আমি রেপ বা খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি সেখানেও। আমাকে নিচে নামিয়ে দিল। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে।’
দ্বিতীয়বার কেবল সরকার নয়, সরাসরি নাম তুলে বোমা ফাটায় সঞ্জয়। গত সোমবার শিয়ালদা কোর্ট চত্বর থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বলে, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয়।
এরপরই প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার সঞ্জয় বলে, ‘আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিস (ষড়যন্ত্র) করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে।’
আরও পড়ুন: শীত পড়তে না পড়তেই স্কুল বন্ধ! কতদিন ছুটি পাবে পড়ুয়ারা? বড় ঘোষণা সরকারের
কোর্ট থেকে বেরিয়ে যে সময় ধৃত সঞ্জয় রায়কে গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময়ই সে চিত্কার করে বলতে থাকে, ‘আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।’ এরপরই প্রাক্তন সিপির নাম উঠে আসে তার মুখে। এরপরই ধৃতের মুখে ‘লাগাম’ দিতে জোরদার পরিকল্পনা নেয় পুলিশ। কড়া পুলিশি নিরাপত্তা সহ বদলে যায় অভিযুক্তকে আনার গাড়িও। আর এদিন আদালত চত্বরে চলল চূড়ান্ত নাটক।