বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস থেকেই আস্তে আস্তে দেশের নানান রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করেছে। পারদ ক্রমশ নিম্নমুখী। এই আবহে বড় খবর! স্কুল বন্ধ (School Holiday) থাকবে, ঘোষণা করল সরকার। শীত পড়তে না পড়তেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন।
কতদিন বন্ধ থাকবে স্কুল (School Holiday)?
বছর শেষ হওয়ার আগেই শিরোনামে উঠে এসেছে রাজধানী দিল্লির দূষণ। রবিবার রাজধানীর একিউআই ৫০০ ছুঁয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের পক্ষে বাড়ি থেকে বেরনো একপ্রকার দুষ্কর হয়ে পড়েছে। তাই এবার শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার (Delhi Government)। সম্প্রতি মুখ্যমন্ত্রী অতিশী নিজে এই ঘোষণা করেছেন।
With the imposition of GRAP-4 from tmrw, physical classes shall be discontinued for all students, apart from Class 10 and 12. All schools will hold online classes, until further orders.
— Atishi (@AtishiAAP) November 17, 2024
সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। সেখানে বলা হয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণি বাদে প্রত্যেকটি শ্রেণির অফলাইন ক্লাস বন্ধ থাকবে (School Holiday)। আপাতত পড়ুয়ারা বাড়ি থেকে অনলাইনে ক্লাস করবেন। পরবর্তী নির্দেশ না আসা অবধি এমনটাই চলবে বলে জানিয়েছেন অতিশী।
আরও পড়ুনঃ ‘বাড়িতে রোজ সকালে…’! ৫০ পেরিয়েও লাগে অষ্টাদশী! যৌবন ধরে রাখতে কী খান সাংসদ রচনা?
এদিকে গতকাল দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ স্পর্শ করতেই সোমবার থেকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ফোর্স ৪ বিধিনিষেধ বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেয় সিএকিউএম। সেই সঙ্গেই দিল্লি এনসিআরে বিদ্যালয় বন্ধ রাখার সুপারিশও করেছে সরকার। তবে দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষার দিকে নজর রেখে তাঁদের অফলাইন ক্লাস করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের বাড়ি বসে অনলাইনে ক্লাস (Online Class) করবেন।
শীত পড়ার সঙ্গে সঙ্গেই দূষণের চাদরে ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। পরিস্থিতি এমন যে কয়েক হাত দূরে কী রয়েছে সেটা দেখতেও অসুবিধা হচ্ছে মানুষের। এমতাবস্থায় শিশুদের যাতে বাড়ি থেকে বেরোতে না হয়, সেই কারণে আপাতত স্কুল বন্ধ (School Holiday) রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। পরবর্তী নির্দেশ না আসা অবধি এভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।