‘পথের পাঁচালী’ই প্রথম, আর করেননি অভিনয়, প্রয়াত সত্যজিতের ‘দুর্গা’ উমা দাশগুপ্ত

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত ‘পথের পাঁচালী’র (Pather Panchali) দুর্গা, অভিনেত্রী উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮ টা নাগাদ শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বছর কয়েক আগেই মারণ রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। চিকিৎসার পর মিলেছিল স্বস্তি। কিন্তু রোগ ফিরে আসে অভিনেত্রীর শরীরে। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল উমা দাশগুপ্তকে। সেখান থেকে আর ফেরা হল না তাঁর।

চিরবিদায় পথের পাঁচালীর (Pather Panchali) দুর্গার

উমা দাশগুপ্তের সঙ্গে একই আবাসনে থাকেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। অভিনেত্রীর কন্যা তাঁকে মায়ের মৃত্যুর খবর জানান। ক্যানসার ফিরে আসায় চিকিৎসার জন্য বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উমা দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিরঞ্জিতও।

Pather panchali durga uma dasgupta passed away

কীভাবে পেয়েছিলেন ছবিতে সুযোগ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ (Pather Panchali) অবলম্বনে ১৯৫৫ সালে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেখানেই দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। তখন তাঁর বয়স মোটে ১৪ বছর। জানা যায়, ছোট থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন উমা দাশগুপ্ত। তবে পথের পাঁচালীতে (Pather Panchali) তাঁর কাজের সুযোগ হয় তাঁর শিক্ষকের মাধ্যমে। অভিনেত্রীর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিতের পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই হয় যোগাযোগ।

আরো পড়ুন : ‘করণ অর্জুন’এর রিমেক! শাহরুখ-সলমনের জায়গা নিতে চলেছেন এই দুই নায়ক

প্রথমে রাজি হননি অভিনেত্রীর বাবা: কিন্তু বেঁকে বসেছিলেন অভিনেত্রীর বাবা। মেয়ে সিনেমা করুক তা তিনি চাননি। শেষমেষ সত্যজিৎই রাজি করান তাঁকে। তৈরি হয় পথের পাঁচালী (Pather Panchali)। কিন্তু পরবর্তীতে উমা দাশগুপ্তের মেয়ে অভিযোগ করেছিলেন, তাঁর মায়ের চরিত্রটিকে ভুল ভাবে তুলে ধরা হয়েছিল ছবিতে।

আরো পড়ুন : রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, আমেরিকায় এবার হিন্দু গোয়েন্দা প্রধান! চমকে দেবে তুলসীর পরিচয়

প্রসঙ্গত, পথের পাঁচালীই ছিল উমা দাশগুপ্তের প্রথম ছবি। তারপর আর অভিনয় করেননি। কিন্তু বাঙালির মনে আজো দুর্গা বলতে তাঁর স্মৃতিই রয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগেও অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। চলতি বছরই এ নিয়ে শোরগোল পড়েছিল। পরে জানা যায় তা ভুয়ো। কিন্তু এবার আর কোনো সন্দেহের অবকাশ নেই। দুর্গার স্মৃতিটুকুই রেখে চিরবিদায় নিলেন উমা দাশগুপ্ত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর