শুরু হয়ে গেল কুৎসা রটানো! চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরাতে ঘুষ দিচ্ছে BCCI, অভিযোগ পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব পেয়েছে পড়শি দেশ পাকিস্তান। কিন্তু, সেখানেই ঘটেছে বিপত্তি। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ICC-কে জানানো হয়েছে যে তারা পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠাবে না। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ পাকিস্থানে হবে কিনা? এমনকি, এই সম্ভাবনাও সামনে আসছে যে ওই দেশ থেকে হয়তো এই মেগা টুর্নামেন্ট সরে যেতে পারে?

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রসঙ্গে কি জানাল পাকিস্তান:

যদিও, এই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। কিন্তু, ঠিক এই আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল পাকিস্তান। যেখানে দাবি করা হয়েছে এই টুর্নামেন্ট (ICC Champions Trophy) পাকিস্তান থেকে সরিয়ে ফেলতে ভারত নাকি ঘুষ দিয়েছে। পাকিস্তান স্পষ্ট অভিযোগ করেছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড এজন্য অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে।

What did Pakistan say about the ICC Champions Trophy.

শুধু তাই নয়, পাকিস্তান এটাও দাবি করেছে যে ICC-র কাছ থেকে ভারত যে আয় করবে সেখান থেকে অন্য দেশকে ভাগও দেওয়া হবে। অর্থাৎ, সোজা কথায় ভারত নাকি আর্থিক প্রলোভন দেখানোর পথ বেছে নিয়েছে। এছাড়াও, ওই সব দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সময়ে ম্যাচের সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়েছে ভারতীয় বোর্ডের তরফে। তার পরিবর্তে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নাগালের বাইরে যাচ্ছে মুদ্রাস্ফীতি! এবার RBI নেবে চরম পদক্ষেপ? সামনে এল বিরাট আপডেট

যদিও, সামগ্রিকভাবে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB এখনও পর্যন্ত ICC-র কাছে অফিসিয়ালি কোনও অভিযোগ জানায়নি। এদিকে, ইতিমধ্যেই ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে পাকিস্তানে টিম ইন্ডিয়া খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে, এই টুর্নামেন্ট (ICC Champions Trophy) অন্যত্র সরানোর পক্ষে আবেদন জানিয়েছে তারা। এছাড়াও, যাতে এই প্রতিযোগিতাটি হাইব্রিড মডেলে সম্পন্ন করা যায় সেই আবেদনও জানিয়েছে ভারত। অপরদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে পাকিস্তান থেকে অন্যত্র সরতে না পারে সেই দাবিতে অনড় রয়েছে PCB। এমতাবস্থায়, ICC কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট অনুরাগীরা।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বিরাট কেলেঙ্কারি! জালে উঠল পারমাণবিক সাবমেরিন, শুরু তুমুল হইচই

প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর অর্থাৎ, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসেবে পাকিস্তানই এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) যে প্রোমো প্রকাশ করেছে সেখানেও আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে রাখা হয়েছে। তবে, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর