আরজি কর কাণ্ডে সুরতহাল নিয়ে ‘বিতর্ক’! আজ ডাকা হবে ‘সেই’ ৩ সাক্ষীকে…

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর কাণ্ড (RG Kar Case)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। সেই সঙ্গেই প্রশ্ন উঠেছিল সুরতহাল নিয়ে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছিল, সুরতহাল রিপোর্ট দেখে গোয়েন্দাদের মনে হচ্ছে, সেটি ‘অবহেলা’য় তৈরি করা হয়েছে।

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) এবার কাদের সাক্ষ্যগ্রহণ?

এবার সেই একই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুরতহালের সাক্ষীদের আদালতে ডাকা হবে। চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনায় গত ৯ আগস্ট শিয়ালদহ আদালতের (Sealdah Court) একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট তৈরি করেছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন একজন ডাক্তার ও ভিডিওগ্রাফির একজন। এবার আদালতে এই তিন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ হতে পারে বলে খবর।

ইতিমধ্যেই আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবার জানা যাচ্ছে, সুরতহালের সাক্ষীদের আদালতে ডাকা হবে। সোমবারই ওই তিন জনের সাক্ষ্য গ্রহণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে সিবিআই (CBI) সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এই মামলায় ওই তিন জন ভীষণ গুরুত্বপূর্ণ সাক্ষী।

আরও পড়ুনঃ জেল থেকে ফিরেই একের পর এক ধাক্কা! এবারে যা হল…! জোর ঝটকা অনুব্রতর

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীতে জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। ইতিমধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

RG Kar case junior doctors protest

এদিকে এই ঘটনার (RG Kar Case) সুরতহাল রিপোর্ট নিয়ে শুরু থেকেই বিস্তর চর্চা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়, ২০ মিনিটের মধ্যে আরজি কর কাণ্ডের সুরতহাল রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল। যা সাধারণত ১ ঘণ্টা লাগে। ওপর-ওপর দিয়ে এই রিপোর্ট বানানো হয়েছিল বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়। এবার সুরতহালের সাক্ষীদেরই সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর