বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পার্থর সূত্র ধরেই সামনে উঠে আসে ‘মডেল’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নাম। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর তাকেও গ্রেফতার করে ইডি। সেই সময় থেকে এখনও জেলেই বন্দি দুজনা।
পরে তদন্তের সূত্রে গোয়েন্দারাই খুঁজে বের করে, বোলপুর শান্তিনিকেতনের (Santiniketan) ফুলডাঙায় ‘অপা’ নামে নাকি একটি বাগানবাড়ি আছে এই পার্থ-অর্পিতার। যা নিয়ে মাঝে বেশ চর্চাও চলে। এরই মধ্যেই এবার পার্থবাবুর সেই বাড়ি ঘিরে শোরগোল। ‘এখানে কেউ কার্তিক ফেলবেন না, বাড়ির সবাই জেলে আছে’ – ‘অপা’-র বাড়ির গেটে এমনই ব্যানার পড়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যা নিয়ে ফের হইচই।
আরও পড়ুন: সঞ্জয়ের মুখ ‘বন্ধ’ করতে মরিয়া পুলিশ! এবার শিয়ালদহ কোর্ট চত্বরে যা হল… তোলপাড় রাজ্য
তবে সত্যিই কি পার্থর সাধের বাড়ির সামনে এরম কোনো ব্যানার পড়েছে? জানা যাচ্ছে, শান্তিনিকেতনে ‘অপা’-র বাড়ির সামনে সেরকম কোনও ব্যানার নেই। মজা করে ছবিটি এডিট করে বসানো হয়েছে বলেই মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ‘অপা’ পার্থ এবং অর্পিতারই ছিল।
আরও পড়ুন: ১৯২৫ সালের পর…! এবার বিরাট বদল আনছে রাজ্য, কি কি সুবিধা হবে?
জানা গিয়েছে, ২০১২ সালে শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতা মিলে বাগানবাড়িটি করেছিলেন। ২০ লাখ টাকা ব্যয়ে তা করা হয়েছিল ০.১৭ একর জমির উপর। যদিও সেই রিপোর্টের সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। পার্থ গ্রেফতার হওয়ার পর যখন প্রথম এই বাড়ির খবর সামনে আসে তখন সেই বাড়ি চাক্ষুস করতে সাধারণ মানুষের ঢল নেমেছিল। এককথায় অপা পরিণত হয়েছিল পর্যটনকেন্দ্রে। পর্যটকদের বোলপুরে অপা ঘুরিয়ে দেখাতে তখন টোটোচালকদের ভীড়। তবে এখন আর সেই বালাই নেই। দীর্ঘ দু’বছরে বদলে গিয়েছে অনেক কিছুই।