বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ। একেবারে অক্ষরে অক্ষরে মিলেছে আবহাওয়া দপ্তরের (Weather Update) পূর্বাভাস। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই পারদ পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গোটা বাংলাতেই তাপমাত্রা নামতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে পুরোপুরি শীতকাল আসতে এখনও বেশ কিছুটা দেরি।
রবিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। এদিকে পশ্চিমের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে কুয়াশার দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেলা বাড়তেই তা উধাও হবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল এবং রাতে শিরশিরানি বাড়বে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া থাকবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন: টাকা মিলবে, তবে…! রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বড় আপডেট! নয়া নির্দেশিকা অর্থ দফতরের
আবহাওয়া দপ্তরের আপডেট, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। কনকনে উত্তুরে হাওয়ায় গা কাঁটা দিচ্ছে। কুয়াশার দাপটও রয়েছে উত্তরের জেলাগুলিতে। মূলত মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশা বেশি।