বাংলাহান্ট ডেস্ক : টানা কয়েক দিনের বিদেশ সফরে প্রথম বার নাইজেরিয়াতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুদিনের সফরের মাঝে সে দেশের প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়েছেন তিনি। এবার তাঁদের জন্যও এক বড়সড় ঘোষণা করলেন মোদী (Narendra Modi)। জানুয়ারিতে দেশে একাধিক বড় উৎসবের ঘোষণা করে প্রবাসী ভারতীয়দের ভারতে আসার আমন্ত্রণ জানালেন তিনি।
নাইজেরিয়ায় ভারতীয়দের সম্মেলনে ঘোষণা মোদীর (Narendra Modi)
নাইজেরিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে গিয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, নাইজেরিয়ার বসবাসকারী ভারতীয়রা মাঝে মাঝেই দেশে আসেন। দেশের আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগও রাখেন। এবার তাদের পরিবারের অংশ হিসেবে তিনিও একটি আমন্ত্রণ দিতে চান বলে জানান মোদী (Narendra Modi)। এরপরেই তিনি জানান, আগামী বছরের জানুয়ারি মাস জুড়ে একাধিক বড় উৎসব হতে চলেছে ভারতে।
জানুয়ারি জুড়ে উৎসবে মাতবে দেশ: ২৬ শে জানুয়ারি প্রতি বছরের মতোই ধুমধাম করে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। তার আগে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবাসী ভারতীয় দিবসও পালন করা হবে। আর আগামী বছর এই উৎসব ওড়িশায় জগন্নাথ দেবের ধামে অনুষ্ঠিত হতে চলেছে। উপরন্তু ৩ রা জানুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিন ধরে প্রয়াগরাজে হবে মহাকুম্ভ মেলা, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একজোট হবেন পুণ্যার্থীরা।
আরো পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধ চান বাইডেন? দিলেন মার্কিন অস্ত্র ব্যবহারে অনুমতি, রাশিয়ায় হামলার পথে ইউক্রেন
আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ভারতে আসার এতগুলো কারণ, সুযোগ রয়েছে আগামী জানুয়ারিতে। এই সুযোগে প্রবাসী ভারতীয়রা ঘুরে আসুন নিজের দেশ থেকে। সঙ্গে বিদেশি বন্ধুদেরও নিয়ে আসার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন আরো বলেন, প্রয়াগরাজের পাশেই রয়েছে অযোধ্যা। সেখানে দীর্ঘ ৫০০ বছর পর মন্দিরে ফিরে এসেছেন রামলালা। কাছেই রয়েছে বারাণসীও। এই সুযোগে অযোধ্যার রাম মন্দির এবং কাশী বিশ্বনাথের মন্দিরের নয়া কলেবর দেখতে যেন ভুলবেন না, বক্তব্য মোদীর (Narendra Modi)। এই অবসরে সন্তানদেরও ভারতীয় সংষ্কৃতির সঙ্গে পরিচয় করানো যাবে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : ‘করণ অর্জুন’এর রিমেক! শাহরুখ-সলমনের জায়গা নিতে চলেছেন এই দুই নায়ক
প্রসঙ্গত, নাইজেরিয়ায় অবতরণ করতেই আবুজা বিমানবন্দরে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারতমাতা কি জয়’ ধ্বনির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান সেখানকার ভারতীয়রা। এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী টুইটে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীদের প্রতি।