বাংলাহান্ট ডেস্ক : টাকার প্রয়োজন হতে পারে যে কোনও মুহূর্তে। তবে সব সময় সবার কাছে পর্যাপ্ত টাকা থাকবে এমনটা মানে নেই। তাই আপৎকালীন পরিস্থিতিতে অনেকেই টাকা ধার নিয়ে থাকেন। সেক্ষেত্রে ঋণের (Loan) জন্য আমরা সাধারণত দ্বারস্থ হই ব্যাংক বা কোনও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের।
তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন ব্যাংক বা অন্য কোনও জায়গায় আবেদন জানানোর সময় পর্যন্ত পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার সহায়ক হয়ে উঠতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি। গুগল প্লে স্টোরে এমন অসংখ্য লোন অ্যাপ রয়েছে যারা ইনস্ট্যান্ট ঋণ (Instant Loan) প্রদান করে থাকে।
এই ধরনের ইনস্ট্যান্ট লোন (Instant Loan) অ্যাপের মাধ্যমে আপৎকালীন অবস্থায় আপনি টাকা ঋণ নিতে পারেন। সেক্ষেত্রে টাকা পরিশোধ দেওয়ার জন্য রয়েছে ইএমআই (EMI) ব্যবস্থাও। আজকাল গুগল প্লে স্টোরে এমন অসংখ্য অ্যাপ রয়েছে যারা ইনস্ট্যান্ট ঋণ প্রদান করে।
লোন অ্যাপ থেকে Instant Loan নেওয়ার যোগ্যতা :
• আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে।
• আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
• চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থাকতে হবে আবেদনকারীকে।
• সিবিল স্কোর ভালো থাকলে কম সুদে ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে।
আরোও পড়ুন : নভেম্বরে আর…! কেবল শিরশিরানিই সার! কনকনে শীত কবে? জানাল আবহাওয়া অফিস
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি :
• আধার কার্ড/ভোটার কার্ড
• প্যান কার্ড
• ব্যাংকের পাসবই
• স্যালারি স্লিপ/আইটি রিটার্ন
কয়েকটি বিশ্বস্ত লোন প্রদানকারী অ্যাপ:
• MONEY VIEW : প্লে স্টোরে ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে এই অ্যাপটির। এই অ্যাপে সম্পূর্ণ অনলাইন প্রসেসে ইনস্ট্যান্ট লোন পাওয়া যায়।
• GROWW CREDIT : ১০ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন প্রদান করে থাকে GROWW CREDIT। ৬০ মাস পর্যন্ত মাসিক কিস্তিতে পরিশোধ করা যায় লোনের টাকা।
• M pokket : ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে এই অ্যাপ আপনার সহায়ক হতে পারে। ৩ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যেতে পারে ঋণের টাকা।