একসময় মুখ দেখাদেখি বন্ধ ছিল, এখন রাত তিনটেয় সৎ বোন জাহ্নবীকে কেন ফোন করেন অর্জুন?

বাংলাহান্ট ডেস্ক : ইদানিং কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, দুই কারণেই সংবাদ শিরোনামে রয়েছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিঙ্ঘম এগেইন’ ছবিতে প্রথম বার খলনায়ক হয়ে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত জীবনে আবার বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মালাইকা অরোরার সঙ্গে ভেঙেছে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। মাঝে শোনা গিয়েছিল, এই বিচ্ছেদের কারণে নাকি অসুস্থ হয়ে পড়েছেন অর্জুন (Arjun Kapoor)।

দীর্ঘদিন সম্পর্ক ছিল না অর্জুন (Arjun Kapoor) জাহ্নবীর

বলিউডের তারকা সন্তানদের তালিকাতেই পড়েন অর্জুন (Arjun Kapoor)। তাঁর বাবা নামী প্রযোজক বনি কাপুর। জন্মদাত্রী মা মোনা অভিনয় জগতের না হলেও পরে শ্রীদেবীকে বিয়ে করেন বনি। সেই সূত্রে অর্জুনের সৎ মা হলেন শ্রীদেবী। প্রথম স্ত্রী মোনার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই শ্রীদেবীর প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন বনি। ডিভোর্স দেন মোনাকে। এর জেরে দীর্ঘদিন যাবৎ বিষিয়ে ছিল বাবা ছেলের সম্পর্ক। এমনকি সৎ বোন জাহ্নবী এবং খুশির সঙ্গেও কোনো সম্পর্ক ছিল না অর্জুনের (Arjun Kapoor)। তবে বর্তমানে অবশ্য পরিস্থিতি আলাদা।

Why do arjun kapoor call janhvi at 3 am

রাত তিনটেয় কাকে ফোন করেন অভিনেতা: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবার এবং কাছের মানুষদের নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অর্জুনকে (Arjun Kapoor)। রাত তিনটেয় ফোন করলে কাকে সঙ্গে পাবেন তিনি? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, তিনি রাতে অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকেন। বন্ধু কুণাল রাওয়াল, আরতি শেট্টিরা তাঁর ফোন ধরবেন ঠিক। এছাড়া বোন অংশুলা এবং জাহ্নবীকেও রাত ৩ টের সময় ফোন করেন তিনি। পাশাপাশি বাবা বনির নাম নিতেও ভোলেননি অর্জুন (Arjun Kapoor)। তিনি জানান, অত গভীর রাতেও যদি তাঁর কিছু প্রয়োজন হয় তাঁর বাবা ঠিকই জেগে থাকবেন।

আরো পড়ুন : পুলিশ-জওয়ানে ছয়লাপ মণিপুর, জরুরি বৈঠক শাহের, সংঘর্ষ এড়াতে এবার বিরাট পদক্ষেপ

পরিবারের বিষয়ে মুখ খুললেন অভিনেতা: অর্জুনের (Arjun Kapoor) কথা থেকেই জানা যায় পরিবারকে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। অভিনেতা বলেন, বাড়িতে ডিনার টেবিলে সকলে যখন একসঙ্গে হন তখন আর সিনেমা নিয়ে আলোচনা হয় না। বরং খাবার দাবার নিয়েই গল্প করেন তাঁরা। সম্প্রতি সকলে মিলে বনি কাপুরের জন্মদিনও পালন করেছেন অর্জুন।

আরো পড়ুন : হাসপাতালে বিধ্বংসী আগুন! ৭ শিশুকে উদ্ধার করলেন ব্যক্তি, পুড়ে মৃত নিজের যমজ সন্তান

প্রসঙ্গত, এক সময় সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন তাঁর বাবা যখন তাঁর মাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন তখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁদের। সমাজে খোঁটা শুনতে হত তাঁর মা মোনাকে। অন্যদিকে স্কুলে ঠাট্টার পাত্র হতেন অর্জুন। তবে শ্রীদেবীর মৃত্যুতে বদল হয় পরিস্থিতি এবং সম্পর্কের সমীকরণের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর