এবার সুপ্রিম কোর্টে বেকায়দায় ED! কতগুলি তদন্ত বিচার বা সাজা পেয়েছে? উঠল প্রশ্ন

বাংলা হান্ট ডেস্কঃ ইডি-সহ অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইতিপূর্বে প্রশ্ন উঠেছে একাধিকবার। তদন্তকারী সংস্থাগুলির  তদন্তের গতি নিয়ে রাজনৈতিক মহলও  উঠেছে একাধিক অভিযোগ। তবে এই প্রথম নয় আগেও এই পিএমএলএ মামলা নিয়ে অভিযোগ উঠেছে . সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি পিএমএলএ মামলার শুনানি ছিল।

সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রশ্নের মুখে ED

এদিন মামলা চলাকালীন এক পর্যায়ে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে আলোকপাত করেন। প্রসঙ্গত আইনি খবর পরিবেশন কারী ওয়েবসাইট ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুসারে, আর্থিক দুর্নীতি দমন আইনের (পিএমএলএ) আওতায় মামলা গুলিতে সাজার হার কম হওয়ায় বিষয়টি ভাবাচ্ছে  শীর্ষ আদালতকে (Supreme Court)।

তাই এদিন তদন্তের গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে পড়েছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন আদালতে বিচারপতি অভয় এস ইডির আইনজীবীকে বলেছেন, ‘কতগুলি পিএমএলএ মামলায় বিচার শেষ হয়েছে? কিংবা শেষ পর্যন্ত শাস্তি হয়েছে কতগুলি মামলায়? কোন একদিন সেটি আপনাদের ভেবে দেখা দরকার।’

আরও পড়ুন: ভেঙে ফেলা হবে ১৪০ টি হোটেল-রিসর্ট! পর্যটন মরশুম শুরুর আগেই যা হতে চলেছে মন্দারমণিতে …

সোমবার যে পিএমএলএ মামলার শুনানি ছিল সেই মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে অভিযুক্ত হেফাজতে রয়েছেন। ভবিষ্যতে ওই মামলার বিচার শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই আপাতত অভিযুক্তের জামিন মঞ্জুর করা হচ্ছে। এর আগেও সুপ্রিম কোর্টের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। গত আগস্ট মাসেই বিচারপতি ভুয়ান মৌখিকভাবে জানিয়েছিলেন গত ১০ বছরে পাঁচ হাজার পিএমএলএ মামলার মধ্যে মাত্র ৪০টি মামলায় সাজা হয়েছে।

Supreme Court

আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে ওঠা মামলাতেও এই একই বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পিএমএলএ মামলায় অভিযোগ এবং গ্রেফতারি নিয়ে ‘বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে’। এছাড়াও এদিন গ্রেফতারির বিষয়ে একটি নির্দিষ্ট নীতির কথাও বলেছিল শীর্ষ আদালত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর