‘ওই সিভিক ভলেন্টিয়ার…’! আরজি কর কাণ্ড নিয়ে ফের সরব অরিজিৎ! এক পোস্টে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে আবারও সরব অরিজিৎ সিং (Arijit Singh)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ‘আর কবে’ গানটি বেঁধেছিলেন তিনি। যা পরবর্তীতে আরজি কর কাণ্ডের অন্যতম ‘সুর’ হয়ে দাঁড়িয়েছিল। সেই গানে সরাসরি আরজি করের কথা না বলা হলেও, কারোর বুঝতে অসুবিধা হয়নি গায়ক ঠিক কোন ইস্যুতে গানটি বেঁধেছেন। এবার ফের একবার এই ঘটনা নিয়ে পোস্ট করলেন তিনি।

  • আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে কী লিখলেন অরিজিৎ?

‘আত্মজোয়ারজ্বালোজো’ নামের এক্স হ্যান্ডেলটি (সাবেক টুইটার) অরিজিতের বলেই জানা যায়। এটি গায়কের ব্যক্তিগত অ্যাকাউন্ট বলে দাবি অনেকের। সোমবার এই অ্যাকাউন্ট থেকেই আরজি কর ইস্যু (RG Kar Case) নিয়ে পরপর বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

অরিজিৎ লেখেন, ‘সব কোথায় গেল? ভুলে গেল নাকি? আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল’। এরপর ফের একটি পোস্টে লেখেন, ‘তিলোত্তমার বিচার? কই?’ আর একটি পোস্টে লেখা, ‘আমি আশাহত, ক্ষুব্ধ ও অসহায়। ওই সিভিক ভলেন্টিয়ার ভ্যান থেকে চিৎকার করে বলছিল, ওকে ফাঁসানো হয়েছে’।

আরও পড়ুনঃ এবার রাজ্যে ১০০ টাকা ছাড়াবে পেঁয়াজের দাম? নয়া আপডেট আসতেই মাথায় হাত মধ্যবিত্তের

সম্প্রতি শিয়ালদহ আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার। সঞ্জয় রায় (Sanjay Roy) বলেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। অরিজিতের পোস্টেও সেই ইঙ্গিতই করা হয়েছে বলে অনুমান করছেন অনেকে।

Arijit Singh post on RG Kar case

যদিও এই প্রথম নয়, এর আগেও আরজি কর ইস্যু (RG Kar Case) নিয়ে ‘আত্মজোয়ারজ্বালোজো’ নামক এক্স হ্যান্ডেল থেকে সরব হয়েছিলেন অরিজিৎ। রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন গায়ক। ভেরিয়ায়েড না হওয়ার কারণে অনেকের সন্দেহ ছিল, আদৌ এই অ্যাকাউন্ট অরিজিতের কিনা। যদিও অনেকের মতে, এটি গায়কের ব্যক্তিগত অ্যাকাউন্ট। ‘আর কবে’ গান বাঁধার পর যখন তৃণমূল নেতা কুণাল ঘোষ আক্রমণ শানিয়েছিলেন, তখন এই অ্যাকাউন্ট থেকেই জবাব এসেছিল, ‘ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি!’ নিজের পোস্টে কুণালের নাম না নিলেও কারোর বুঝতে অসুবিধা হয়নি, অরিজিৎ কাকে নিশানা করছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর