বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিক্যাল কলেজের থ্রেট কালচার। এই অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৫ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার এই মামলাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Jay Sengpta)।
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
থ্রেট কালচারের অভিযোগে ৫ জন ছাত্রকে সাসপেন্ড করেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College) কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া ছাত্রদের হয়ে মঙ্গলবার উচ্চ আদালতে সওয়াল করেন দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শেষে কর্তৃপক্ষের নির্দেশ খারিজ করে ওই পাঁচ ছাত্রকে ক্লাস করার অনুমতি দেন জাস্টিস সেনগুপ্ত।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, ওই ৫ পড়ুয়ার কলেজে ক্লাস করতে বাধা নেই। তাঁরা ক্লাস করতে পারবেন। সেই সঙ্গেই পরীক্ষাতেও বসতে পারবেন। তবে কলেজ ক্যাম্পাসে অকারণে তাঁরা থাকতে পারবেন না বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বছর শেষের আগেই টাকা দেবে সরকার! দুর্দান্ত প্রকল্প রাজ্যের! কারা পাবেন জানেন?
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আগে গত সেপ্টেম্বর মাসে বর্ধমান মেডিক্যাল কলেজের ৭ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিল সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। ক্লাসের পাশাপাশি তাঁদের হস্টেলে ঢোকাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই মামলাতেও পড়ুয়াদের হয়ে হাইকোর্টে সওয়াল করেছিলেন কল্যাণ। শেষে ছাত্রছাত্রীদের ক্লাস করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত।
এদিন হাইকোর্টে ওই পড়ুয়াদের আইনজীবী কল্যাণ (Kalyan Banerjee) বলেন, ছাত্রছাত্রীদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই। এটা অ্যাকাডেমিক কাউন্সিল করতে পারে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ‘আন্দোলনকারীদের থ্রেটের সম্মুখীন হয়ে ওই পড়ুয়াদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কি থ্রেট কালচার নয়?’
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের নানান মেডিক্যাল কলেজের অন্দরে হওয়া থ্রেট কালচারের অভিযোগ সামনে আসতে শুরু করে। যার জেরে আরজি কর, বর্ধমান মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ নানান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করে। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৫ ছাত্রকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। তাঁদের ক্লাস করতে এবং পরীক্ষা দিতে বাধা নেই, জানিয়ে দিল আদালত।