তৈরি হল নজির! ISRO-র স্যাটেলাইট GSAT-N2-র সফল উৎক্ষেপণ করল SpaceX, দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: ইলন মাস্কের কোম্পানি SpaceX সফলভাবে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ISRO-র অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-N2 উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এবং SpaceX-এর মধ্যে বাণিজ্যিক সহযোগিতারও সূচনা করেছে। SpaceX-এর ফ্যালকন 9 রকেট GSAT-N2  স্যাটেলাইটকে সুনির্দিষ্ট কক্ষপথেও স্থাপন করেছে। ISRO-র বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড উৎক্ষেপণের সাফল্যের কথা জানিয়েছে।

ISRO-র স্যাটেলাইট GSAT-N2-র সফল উৎক্ষেপণ:

জানিয়ে রাখি যে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাত 12 টা বেজে 01 মিনিটে এই লঞ্চ সম্পন্ন হয়। উৎক্ষেপণের 34 মিনিট পর স্যাটেলাইটটি আলাদা হয়ে যায় এবং তারপর কক্ষপথে স্থাপন করা হয়। 4,700 কেজি ওজনের এবং 14 বছরের কর্মক্ষমতার জন্য এই মিশন ডিজাইন করা হয়েছে। এমতাবস্থায়, GSAT-20 স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Ka-ব্যান্ড হাই থ্রুপুট স্যাটেলাইট পেলোড দিয়ে সজ্জিত: প্রসঙ্গত উল্লেখ্য যে, GSAT-N2, GSAT-20 নামেও পরিচিত। এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট। যেটি ISRO-র স্যাটেলাইট সেন্টার এবং লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটটি একটি Ka-ব্যান্ড হাই থ্রুপুট স্যাটেলাইট (HTS) পেলোড দিয়ে সজ্জিত।

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তানে একি কাণ্ড! ১.২৫ কোটি টাকা ব্যয়ে ২০,০০০ জনকে “ভোজ” খাওয়ালেন ভিক্ষুক পরিবার

এই পেলোড 48 Gbps ডেটা ট্রান্সমিশন ক্ষমতা প্রদান করে। এটিতে ৩২ টি ইউজার বিম রয়েছে। যার মধ্যে উত্তর-পূর্ব অঞ্চলে 8 টি সরু স্পট বিম এবং বাকি ভারতে 24 টি প্রশস্ত স্পট বিম রয়েছে। এই 32 টি বিম ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত হাব স্টেশন দ্বারা সাপোর্ট পাবে। ISRO বলেছে যে তার মিড-ব্যান্ড HTS কমিউনিকেশন পেলোড প্রায় 48 Gbps-এর থ্রুপুট প্রদান করে।

আরও পড়ুন: NIA রেখেছিল ১০ লক্ষের পুরস্কার! ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল

কেন SpaceX থেকে লঞ্চ করা হল: ঐতিহাসিকভাবে, ISRO ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এরিয়ানস্পেসের সাথে সহযোগিতা করেছে। কিন্তু, এরিয়ানস্পেস থেকে অপারেশন রকেটের অভাবের কারণে এবং ভারতের LVM-3 লঞ্চ ভেহিক্যাল 4,000 কেজি পেলোডের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে, SpaceX-এর সাথে মিলিয়েছে ISRO। SpaceX-এর ফ্যালকন 9 রকেটটি 4,700 কেজি GSAT-N2 স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্বাচিত হয়েছিল। এই সহযোগিতা মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্রমবর্ধমান সম্ভাবনাকে স্পষ্ট করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর