পুলিশ-হোমগার্ডে নিয়োগ নিয়ে ডিজিকে বড় নির্দেশ! কারা সুযোগ পাবেন? কী বললেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আদিবাসী ও উপজাতি উন্নয়ন পর্ষদের বৈঠক হয়েছে। নবান্ন সভাঘরে সেই বৈঠক ডাকা হয়েছিল। সেখান থেকে আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন নিয়ে বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে পুলিশ ও হোমগার্ডে নিয়োগের বিষয়টা দেখার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন তিনি।

  • সোমবারের বৈঠকে কী কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গতকালের বৈঠকে আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের (Central Government) ‘বঞ্চনা’ নিয়ে মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আদিবাসীদের জন্য একটাও টাকা দেয় না কেন্দ্র। আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও আদিবাসী উন্নয়নের চেষ্টা আমরা চালাচ্ছি। বরাদ্দ বাড়ানো হয়েছে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা করে দেব’।

মুখ্যমন্ত্রী এদিন জানান, কালিম্পং এবং ঝাড়গ্রামে আদিবাসী ভবন গড়ে তোলা হবে। একইসঙ্গে জঙ্গলমহলে পর্যটনের প্রসারের জন্য হোমস্টের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি আদিবাসী যুবক যুবতীদের পুলিশ এবং হোমগার্ডে নিয়োগ (Police Home Guard Recruitment) সংক্রান্ত বিষয়টি দেখার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুনঃ আরজি কর মামলায় চাঞ্চল্যকর মোড়! এবার এই পুলিশ আধিকারিককে তলব করল CBI! তোলপাড়

রিপোর্ট অনুযায়ী, গতকালের বৈঠকে বনাঞ্চল থেকে হাতি বেরিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওড়িশা থেকে রাস্তা কেটে দেওয়া হচ্ছে, বাংলায় হাতি প্রবেশ করছে। কেন্দ্রের তরফ থেকে যা বলা হবে, আমরা সেটা করে দেব’।

Mamata Banerjee

জানা যাচ্ছে, গতকালের বৈঠকের শুরুতেই আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি কী কী করা হয়েছে সেটার পরিসংখ্যান তুলে ধরেন মমতা (Mamata Banerjee)। কেন্দ্রের তরফ থেকে টাকা না মিললেও রাজ্য সরকার এখনও পর্যন্ত আদিবাসীদের জন্য কোন কোন প্রকল্প চালু করেছে, কত টাকা খরচ করা হয়েছে, সবটা তুলে ধরেন তিনি। একইসঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন এবং আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার যে সর্বতভাবে চেষ্টা করবে সেটাও পরিষ্কার করে দেন তিনি।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর