বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের মার্চ মাস। বগটুইয়ের এক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে এবার ৭ দিনের জন্য জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একমাত্র মেয়ের বিয়ে। তাই মানবিক কারণে আনারুলের জামিনের আর্জি মেনে নেওয়া হয়েছে, জানাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
আনারুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট (Calcutta High Court)
আগামী ২৪ নভেম্বর মেয়ের বিয়ে। সেই কারণে সম্প্রতি জামিনের আবেদন করেছিলেন বগটুই ১ ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আনারুল। মঙ্গলবার হাইকোর্টের তরফ থেকে তাঁর জামিনের (Interim Bail) আর্জি মঞ্জুর করা হয়। আদালতের তরফ থেকে জানানো হয়, আনারুল নিজের রামপুরহাটের বাড়িতে যেতে পারবেন। তবে বেঁধে দেওয়া হয় বেশ কিছু শর্ত।
হাইকোর্টের নির্দেশ, ৭ দিন নিজের বাড়িতেই থাকতে হবে বগটুইকাণ্ডের (Bagtui Case) অন্যতম অভিযুক্তকে। বিয়ের জন্য অনুষ্ঠানবাড়িতে যেতে সমস্যা নেই। তবে এলাকায় ঘুরতে পারবেন না আনারুল। সবসময় পুলিশের পাহাড়ার মধ্যে থাকতে হবে তাঁকে। সেই সঙ্গেই ৭ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর থানায় এসে আত্মসমর্পণ করতে হবে। সেই তথ্য আনারুলের আইনজীবী আদালতে জানাবেন।
আরও পড়ুনঃ সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন! বোমা ফাটালেন পার্থ! ব্যারাকপুরের সাংসদ বললেন…
২০২২ সালের মার্চ মাসে বোমা মেরে হত্যা করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই রাতে ঘটে যায় আরও একটি ঘটনা। রামপুরহাট থানার বগটুই গ্রামে ভাদুর অনুগামীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এতে প্রাণ হারান ১০ জন।
এই ঘটনায় আনারুল সহ প্রায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো এই মামলার তদন্তভার নেয় সিবিআই। এবার মেয়ের বিয়ের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেলেন এই বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল। শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল উচ্চ আদালত।