বাংলা হান্ট ডেস্ক: কথায় রয়েছে “যাঁর কাছে কঠোর পরিশ্রমের ব্রহ্মাস্ত্র রয়েছে কেবল তিনিই সাফল্যের (Success Story) ক্ষেত্রে বিজয়ী।” আর এটি যে চরম সত্য তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই, আমাদের দেশে UPSC একটি অত্যন্ত কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর হাজার হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কিছুজন সফলতা হাসিল করতে পারেন। আবার, তাঁদের মধ্যে এমন কিছুজন থাকেন যাঁরা প্রথম প্রচেষ্টাতেই এই পরীক্ষায় সফল হয়ে স্বপ্নপূরণ করেন।
এইভাবে স্বপ্নপূরণ (Success Story) করেন সুলোচনা:
বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই এক লড়াকু যুবতীর প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি প্রথমবার UPSC দিয়ে মাত্র ২২ বছর বয়সে IAS অফিসার হন। মূলত, আজ আমরা IAS সুলোচনা মীনার কথা জানাবো। যিনি প্রত্যন্ত গ্রাম থেকে তাঁর সফর শুরু করে নিজের স্বপ্নপূরণ (Success Story) করেছেন।
প্রত্যন্ত গ্রামের বাসিন্দা: জানিয়ে রাখি যে, সুলোচনা মীনা রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার আদলওয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজস্থান থেকেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর সুলোচনা আরও পড়াশোনার জন্য দিল্লি আসেন। সুলোচনা মীনা উদ্ভিদবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: গৌতম আদানির নাম যুক্ত হতেই রকেটের গতি এই কোম্পানির শেয়ারে! কেনার জন্য শুরু হুড়োহুড়ি
প্রতিদিন ৮ থেকে ৯ ঘন্টা প্রস্তুতি নিতেন: ছোটবেলা থেকেই সুলোচনা মীনার স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার। UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য, তিনি প্রতিদিন ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করতেন। সুলোচনা UPSC-র প্রস্তুতি চলাকালীন মক টেস্টকে যথেষ্ট প্রধান্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি ইউটিউব এবং টেলিগ্রামে বিনামূল্যে উপলব্ধ মেটেরিয়াল সহ NCERT-র বইগুলি যথেষ্ট মনোযোগ দিয়ে পড়েন।
আরও পড়ুন: পাকিস্তানে টিম হোটেলে বিধ্বংসী আগুন! কোনও রকমে প্রাণে বাঁচলেন ৫ ক্রিকেটার, মুখ পুড়ল PCB-র
মাত্র ২২ বছর বয়সে হয়েছেন IAS: সুলোচনা কঠোর পরিশ্রম করেছিলেন এবং ২০২১ সালে তিনি প্রথমবারের মতো UPSC পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে এবং তিনি ভারতের মধ্যে ৪১৫ স্থান অর্জন করেন। এর পাশাপাশি ST বিভাগে তিনি ভারতের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন। আর এইভাবেই তিনি মাত্র ২২ বছর বয়সে IAS অফিসার (Success Story) হন। জানিয়ে রাখি যে, সুলোচনা মীনা বর্তমানে ঝাড়খণ্ডে কর্মরত রয়েছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।