বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ব্লাইন্ড ক্রিকেট T20 বিশ্বকাপ ২০২৪-ও পাকিস্তানে (Pakistan) সম্পন্ন হতে চলেছে। কিন্তু ফের একবার পাকিস্তানকে বড় ধাক্কা দিল ভারত। এবার টিম ইন্ডিয়া ২০২৪ সালের ব্লাইন্ড T20 বিশ্বকাপে খেলতেও পাকিস্তানে যাবে না। এক রিপোর্টে বলা হয়েছে, ভারত সরকার দলটিকে পাকিস্তানে যেতে দেয়নি। এরপরই নাম প্রত্যাহার করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানকে (Pakistan) বড় ধাক্কা দিল ভারত:
মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হলে, ভারত ব্লাইন্ড T20 বিশ্বকাপ ২০২৪ থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে (Pakistan) যেতে দেয়নি সরকার। আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ব্লাইন্ড T20 বিশ্বকাপ সম্পন্ন হবে। কিন্তু ভারতীয় দল এই টুর্নামেন্টে অংশ নেবে না। জানিয়ে রাখি যে, এর আগের ব্লাইন্ড T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে পাকিস্তানে না যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে ভারত।
ব্লাইন্ড টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে। টিম ইন্ডিয়া ২০২২ সালের ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল। ওই ম্যাচে ভারত ১২০ রানে জিতে যায়। ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ২৭৭ রান করে। জবাবে বাংলাদেশ দল মাত্র ১৫৭ রান করতে পারে। ভারত ২০১২ এবং ২০১৭ সালেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল।
আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে শুরু সফর! প্রথম প্রচেষ্টায় বাজিমাত UPSC-তে, ২২ বছর বয়সে IAS হলেন সুলোচনা
জানিয়ে রাখি, ভারতের মূল দলও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান (Pakistan) যাচ্ছে না। ভারত সরকার তাদেরও পাকিস্তানে যেতে দেয়নি। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া প্রায় অসম্ভব। নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে যাবে না বলে ICC-কে স্পষ্ট জানিয়ে দিয়েছে BCCI।
আরও পড়ুন: গৌতম আদানির নাম যুক্ত হতেই রকেটের গতি এই কোম্পানির শেয়ারে! কেনার জন্য শুরু হুড়োহুড়ি
চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমানে ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। পাকিস্তান (Pakistan) সম্প্রতি এই টুর্নামেন্টের ট্রফি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আপত্তির পর তা বাতিল করে ICC।