“….ভেঙে মসজিদ করব”, এবার রাম মন্দিরকে “টার্গেট” করলেন বাংলাদেশের ধর্মগুরু! বাদ পড়লেন না মোদীও

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, “দুধ কলা দিয়ে কাল সাপ পোষা।” বাংলাদেশের (Bangladesh) ক্ষেত্রে এই প্রবাদ বাক্য তাৎপর্যপূর্ণ বলাই যেতে পারে। কারণ আর্থিক, খাদ্য, বস্ত্র সবদিক থেকেই ভারত বাংলাদেশকে সাহায্য করে আসছে। তবে যতভাবেই ভারত সাহায্য করুক না কেন, বাংলাদেশীদের ভারত বিদ্বেষী মনোভাব যেন মারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। এবার ঠিক একই চিত্র দেখা গেলো ওপার বাংলায়। তবে এবার এই হিংস্রতার শিকার হলো রাম মন্দিরও।

কি জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) ধর্মগুরু:

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাংলাদেশি এক ইসলাম ধর্মগুরু কিছু মুসলিম যুবকদের নিয়ে একটি সমাবেশ করেছেন। আর সেই সমাবেশ থেকেই গায়ে কাঁটা ফোটানোর ভারত বিরোধী মন্তব্য করেছেন ওই ধর্মগুরু। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাতে লাঠি নিয়ে বলতে, “অপেক্ষা করো ভারতকে আমরা দখল করব”। এরপর সেখানে থাকা মুসলিম যুবকদের উদ্দেশ্যে বলেন “যার কাছে যা আছে তাই নিয়েই প্রস্তুত হও ভারতকে আক্রমণ করতে হবে।” এখানেই শেষ নয়, এরপরই রাম মন্দিরকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন ওই ধর্মগুরু।

রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেবে: ভাইরাল সেই ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমাদের যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, ওই মন্দির ভেঙ্গে আবারও মসজিদ বানাবো।” একপ্রকার হুংকার দিতে শোনা যায় ওই ধর্ম গুরুকে। আর এই মন্তব্যের পর আশেপাশে থাকা সমস্ত মুসলিম যুবকরাও রীতিমতো হুংকার দিতে শুরু করে। বিষয়টি এখানেই শেষ নয়। ভারতের প্রধানমন্ত্রীকেও নিন্দনীয় মন্তব্য করতে পিছুপা হননি তারা।

ভিডিওতে , নরেন্দ্র মোদীকে জুতো দিয়ে দু গালে মারার কথাও বলা হয়েছে। খুব শীঘ্রই ভারতে ধ্বংসের খেলা শুরু হবে বলে ভয় দেখাচ্ছেন ওই ব্যক্তি। এমনকি ভারতে এসে এক একজনকে ধরবে আর জবাই করবে এমন কথাও ভিডিওর মাধ্যমে উঠে আসে। ভারতের বিরুদ্ধে এমন কথা বললা স্পর্ধা দেখে অবাক হয়েছেন নেট নাগরিকরা। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

আরও পড়ুন: খেল খতম আদানির! একদিনেই কমল ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি, কোম্পানিগুলির শেয়ারে বিরাট পতন

ভারতের প্রতি বাংলাদেশের (Bangladesh) এমন বিরূপ আচরণ দেখে ধিক্কার জানিয়েছে অনেকেই। যদিও বাংলাদেশে (Bangladesh) এমন ঘটনা নতুন কিছু নয়। নিত্যদিন এই খবর উঠে আসছে সংবাদের পাতায়। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলায় হিন্দুরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে।

আরও পড়ুন: বাপ কা বেটা! এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র, ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি

উল্লেখ্য, গত ৫ই আগস্টের পর থেকে ওপার বাংলা অশান্ত হয়ে উঠেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই বেড়েছে হিন্দুদের উপর অত্যাচার, বেড়েছে অসামাজিক কার্যকলাপ। বিশেষ করে ওখানকার ক্ষমতাশালী মৌলবাদীরা হিন্দু মন্দির, বাড়িতে আক্রমণ করছে। এমনকি হিন্দু মা-বোনেরাও ওখানে আতঙ্কে ভুগছেন। যদিও এমন ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমেরিকার নয়া প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন। তবে পরিস্থিতির কোন উন্নতি হয়নি। ভারত বিদ্বেষী মনোভাব, হিন্দুদের প্রতি আক্রমণ দিনের পর দিন আরও বেড়ে চলেছে।

ad

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর