বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে যেমন টাকা রোজগার করা প্রয়োজন তেমনি প্রয়োজন টাকা জমানোর। আর সেক্ষেত্রে সকলেই টাকা জমানোর জন্য ভরসা করেন একমাত্র ব্যাঙ্ককে (Bank)। একমাত্র ব্যাঙ্কেই (Bank) নির্দ্বিধায় টাকা জমানো যায়। এখানে টাকা চুরি কিংবা টাকা হাতানোর কোন ভয় থাকে না। অনেকে তো আবার গয়না রাখার জন্য ব্যাঙ্ক (Bank) লকার ব্যবহার করেন। বহু মূল্যবান অলংকারের নিরাপত্তার ক্ষেত্রে তখন একমাত্র ভরসা এই ব্যাঙ্ক (Bank) লকার।
মূলত এই ব্যাঙ্ক (Bank) লকার গ্রাহককে ভাড়া দিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর তা নিরাপত্তার জন্য গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় একটি চাবিও। কিন্তু ধরুন আপনার ব্যাঙ্ক লকারের চাবি হারিয়ে গেছে। সে ক্ষেত্রে কি করবেন? এখন প্রশ্ন তাহলে কি গয়নাগুলার আপনি ফেরত পাবেন না? তবে এই নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। এই সমস্যা সমাধানও রয়েছে। এমনকি আপনার গয়না আপনারই থাকবে।
ব্যাঙ্ক লকারের চাবি হারিয়ে গেলে কি কি করনীয়:
প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে, ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। সেইসাথে গোটা বিষয়টি জানাতে হবে। এরপর নিয়ম অনুযায়ী, আপনার স্থানীয় থানায় এফআইআর দায়ের করতে হবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষ গ্রাহককে ডুপ্লিকেট চাবি দিয়ে দেন। নতুবা বিকল্প পন্থা হিসেবে লকার ভাঙতে হয়। সেক্ষেত্রে পুরনো লকার ভেঙে মূল্যবান অলংকার গুলি নতুন লকারে স্থানান্তরিত করা হয়। যদিও গোটা বিষয়টি ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষই তদারকি করেন।
আরো পড়ুন : লরেন্সের ভাই গ্রেপ্তার আমেরিকায়! তবুও তার নাগাল পাবে না ভারত, কারণ জানলে চমকে উঠবেন
তবে এক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে নতুন ব্যাঙ্ক তৈরির জন্য গ্রাহককে সেই টাকা খরচের দায়িত্ব নিতে হবে। কিন্তু ব্যাঙ্কের কোন প্রতিনিধি ছাড়া এই লকার ভাঙ্গা কিংবা পুনরায় স্থানান্তরিত করা যাবে না। ব্যাঙ্কের লকার ভাঙার সময় কোন একজন প্রতিনিধি থাকা আবশ্যক। এছাড়াও যদি ব্যাঙ্ক (Bank)লকার যৌথ মালিকানায় খোলা হয় থাকে সে ক্ষেত্রেও রয়েছে নিয়ম। কোন একজন সদস্য অনুপস্থিত থাকলে সে ক্ষেত্রে ব্যাঙ্কের লকার ভাঙা যাবেনা। লকার ভাঙার সময় উভয়রেই উপস্থিত থাকা প্রয়োজন। কিংবা কোন কারনে যদি উপস্থিত হতে না পারেন সে ক্ষেত্রে লিখিত সম্মতি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তারপরে গিয়ে আপনার ব্যাঙ্ক লকার ভাঙা যাবে।
আরো পড়ুন : নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে
তবে বিশেষ কিছু ব্যাঙ্কের নিয়ম আবার আলাদা। কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে, সেখানে যদি গ্রাহক তিন বছর লকারের ভাড়া না দেয়, সে ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই লকার ভেঙে যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবে। শুধু তাই নয় একইসাথে কোনো গ্রাহক যদি সাত বছর এই লকার অপারেট না করে সেক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে। তাই যারা যারা ব্যাঙ্ক (Bank) লকার ভাড়া নিয়েছেন তাদের এই সমস্ত কিছু জেনে রাখা আবশ্যক।