না জানিয়েই হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়! ED এবার যা করল … রাতের ঘুম উড়ল বালুর?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি আছে। ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পিএমএলএ আদালতে সেই শুনানি হওয়ার কথা। তার আগে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে হাসপাতালকে চিঠি লিখল ইডি (Enforcement Directorate)।

  • জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) জামিনের আবেদনের শুনানির আগেই বড় খবর!

গত ১৪ নভেম্বর রাজ্যের এই প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানি ছিল। সেদিনই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানতে পারে ইডি (ED)। কাউকে কিছু না জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর আইনজীবী বলেন, জেল হাসপাতালের ডাক্তারদের পরামর্শ মতো একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর মক্কেলকে। এবার তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে হাসপাতালকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কী উপসর্গ নিয়ে জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এখন তিনি কেমন আছেন, তাঁকে ছুটি দিতে কতদিন সময় লাগতে পারে, ইডির তরফ থেকে এমনই বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে বলে খবর। এদিকে ইতিমধ্যেই আদালতের তরফ থেকেও বালুর শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হয়েছে। গত শুনানিতেই এই বিষয়ে জানতে চেয়েছিলেন বিচারক।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন! একগুচ্ছ শর্ত বেঁধে দিল হাইকোর্ট! জেলমুক্তি কবে?

আজ আদালতে ফের জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি রয়েছে। সেখানে আবারও প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার কথা তুলে ধরে জামিনের (Bail) পক্ষে সওয়াল করতে পারেন তাঁর আইনজীবী। তার আগে ইডির তরফ থেকে হাসপাতালে চিঠি দেওয়া হল। জামিনের আবেদনের শুনানির আগে কেন্দ্রীয় এজেন্সি রিপোর্ট নিয়ে তৈরি থাকতে চাইছে বলে অনুমান।

jyotipriya mallick

উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে গত বছর গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। এরপর থেকে একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাঁর শারীরিক অসুস্থতার খবর। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। এবার তাঁর শারীরিক অসুস্থতা সম্বন্ধে বিশদ তথ্য চেয়ে হাসপাতালকে রিপোর্ট দিল ইডি। আজ বালুর জামিনের আবেদনের শুনানিতে এই প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর