উত্তরপ্রদেশে ছাপ্পা ভোট! অখিলেশের বিরুদ্ধে বিস্ফোরক BJP সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ ভোটে সমাজবাদী পার্টির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। এদিন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) একের পর এক কড়া বাক্য বাণে বিদ্ধ করেছেন ভূপেন্দ্র চৌধুরী। তাঁর  অভিযোগ উত্তর প্রদেশের ভোট প্রক্রিয়া ব্যাহত করতেই ‘অনাচার, গুন্ডাগিরি ও মাফিয়ারাজ’ কায়েম করছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

অখিলেশের (Akhilesh Yadav) বিরুদ্ধে বিস্ফোরক BJP

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সভাপতির দাবি অখিলেশ যাদব (Akhilesh Yadav) যে সমস্ত অভিযোগ করেছেন তা আসলে তাঁদের হতাশার বহিঃপ্রকাশ! সেইসাথে এদিন ভূপেন্দ্র চৌধুরী দাবি করেছেন উত্তরপ্রদেশে যেভাবে ভোট হয়েছে সেই ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে রাজ্যে সমাজবাদী পার্টির পরাজয় এক প্রকার নিশ্চিত।

সম্প্রতি লখনউতে একটি সাংবাদিক সম্মেলন থেকে ভূপেন্দ্র চৌধুরী এ-প্রসঙ্গে বলেছেন, ‘সপা নির্বাচনকে রক্তাক্ত করতে চেয়েছে। এবং সেই কারণেই বহিরাগতদের এনে জড়ো করেছে। যাতে আইন-শৃঙ্খলা নষ্ট করা যায়।’ একইসাথে দলিত-কন্যার খুনের ঘটনাতেও সপা নেতাদের বিরুদ্ধেই অভিযোগ তুলে ভূপেন্দ্র চৌধুরী বলেছেন ‘জঘন্য আচরণই ওদের (সমাজবাদী পার্টির) আসল চেহারা প্রকাশ্যে এনে দিয়েছে।’

আরও পড়ুন: নিম্ন আদালতকে চ্যালেঞ্জ! আবগারি দুর্নীতি কান্ডে রেহাই পেতেই হাই কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

একইসাথে এদিন বিজেপির সভাপতি দাবি করেছেন উত্তরপ্রদেশে ভোটে জেতার জন্য সমাজবাদী পার্টির লোকেরা বোরখা পরা মহিলাদের দিয়ে ছাপ্পা ভোট দিয়েছেন। একইসাথে, এদিন বিজেপির সমর্থকদেরও ভোট দিতেও বাধা দেওয়া হয়েছে। একইসাথে গোটা ঘটনায় সপা নেতৃত্ব ‘ভিকটিম কার্ড’ খেলছে বলেও দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Akhilesh Yadav

বোরখা পরা মহিলাদের নিয়ে অভিযোগটা কী?

নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ, উত্তরপ্রদেশের কুন্দার্কি, সিসামাউ এবং মীরপুর কেন্দ্রে একাধিক ব্যক্তি ছাপ্পা ভোট দিয়েছে। বিজেপির অভিযোগ, বহিরাগত একদল মানুষ প্রথমে স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং লজে এসে ঘাঁটি গাড়ে। তারপর ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দেদার ছাপ্পা ভোট দিয়েছে সমাজবাদী পার্টির লোক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর