OMG! এটা কী! স্কুটি নাকি ব্রিফকেস! সবচেয়ে ছোট্ট দু-চাকার যান আনল Honda! যেমন রেঞ্জ তেমন গতি

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে উন্নত হয়েছে যানবাহন। একটা সময় ছিল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ভরসা করতে হত গরুর গাড়ি কিংবা ঘোরার গাড়ির উপর। পরবর্তীকালে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহন সহজ করে দিয়েছে যাতায়াত। বর্তমানে প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে দুই চাকার বাইক বা স্কুটি (Scooter)।

অভিনব এক স্কুটি (Scooter) আনল হোন্ডা (Honda)

সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য দুই চাকার গাড়ির বিকল্প নেই। একটা বাইক বা স্কুটি (Scooter) থাকলে পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করতে হয় না। নিজের সময় মতো ঝঞ্ঝাট ছাড়াই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে আপনি যদি আপনার দুই চাকার যানটিকে হাতে করে বয়ে নিয়ে যেতে পারতেন তাহলে কেমন হত?

Scooter

শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই করে দেখিয়েছে হোন্ডা। হোন্ডা মোটোকমপ্যাক্টো নামে একটি দুই চাকার স্কুটি নিয়ে এসেছে হোন্ডা (Honda)। এটি এতটাই ছোট যে সুটকেসের মতো স্কুটিটিকে হাতে বহন করা যায়। সংস্থা দাবি করেছে একবার ফুল চার্জ দিলে ২০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম এটি।

আরোও পড়ুন : গাড়ির ধাক্কায় জখম প্রৌঢ়া! গ্রেফতার কাউন্সিলর-পুত্র! বিকেল গড়াতেই থানা থেকে জামিন অভিযুক্তের

ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিবেগে ছুটবে হোন্ডার এই স্কুটি (Scooter)। সংস্থা আরো জানিয়েছে, স্কুটিতে ফুলচার্জ দিতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা মতো। মাত্র আড়াই ফুট লম্বা এই গাড়িটি ৭ সেকেন্ডে ০ থেকে ২৫ কিমিতে গতি ওঠাতে সক্ষম। ছোট্ট এই স্কুটিকে ফোল্ড করে নিয়ে যাওয়া যাবে যে কোনও জায়গায়।

035 Honda Motocompacto

সাইজ শুনে যদি ভেবে থাকেন এই স্কুটিটি খুবই হালকা তাহলে কিন্তু ভুল করছেন। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নেওয়ার ক্ষমতা রয়েছে মোটোকম্প্যাক্টোর। এই স্কুটি কিনতে আপনাকে খরচ করতে হবে ৫৫ হাজার টাকা। যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হোন্ডার এই অবিশ্বাস্য স্কুটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর