জোর ঝটকা! আরজি কর কাণ্ডে কেন্দ্র এবার যা জানাল … রাতের ঘুম উড়ল বিনীতের?

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। আরজি কর কাণ্ডের পর বহুবার শিরোনামে উঠে এসেছিলেন বিনীত গোয়েল। নির্যাতিতার নাম একাধিকবার মুখেও এনেছিলেন এই আইপিএস। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়। এই বিষয়ে নোটিশ ইস্যু করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ। এবার কেন্দ্র জানাল, রাজ্যই বিনীতের (Vineet Kumar Goyal) বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে।

  • হাইকোর্টে (Calcutta High Court) কী জানাল কেন্দ্র?

গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এই ঘটনার সময় একাধিকবার নির্যাতিতার নাম মুখে এসেছিলেন বিনীত। এবার কেন্দ্র জানাল, আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম বলা নিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে আইপিএস যে রাজ্যে কর্মরত রয়েছেন, তাঁর বিরুদ্ধে সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে। ফলে বিনীতের বিরুদ্ধে এই রাজ্য পদক্ষেপ নিতে পারে। একইসঙ্গে এই মামলা থেকে তাদের বাদ দেওয়ার কথাও বলেছে কেন্দ্র।

আরও পড়ুনঃ ১০,০০০ কোটির দুর্নীতি! ‘CBI তদন্তের দাবি জানাচ্ছি’! কসবা কাণ্ডের আবহেই বোমা ফাটালেন কুণাল

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম মুখে আনার অভিযোগ তুলে বিনীতের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে। কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন সিপি তথা এই আইপিএস অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়েছিলেন তিনি।

Kolkata Police Vineet Kumar Goyal Calcutta High Court

এই মামলার গত শুনানিতে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়, আরজি কর কাণ্ডের মূল মামলা শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানেই এই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর