বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে ‘পরিণীতা’র সফর। ‘নিম ফুলের মধু’র জায়গা নিয়েছে এই মেগা। ফলে প্রথম সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় এই ধারাবাহিক কেমন ফলাফল করে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকে। অবশেষে প্রকাশ্যে এল ‘বহুপ্রত্যাশিত’ সেই টিআরপি তালিকা।
শুরুতেই কামাল করল উদয়-ঈশানির সিরিয়াল (TRP)!
জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। রুবেল-পল্লবীর সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। ফলে আমচকাই এই মেগার স্লট বদল হওয়ায় অনেকেই রুষ্ট হয়েছিলেন। উদয় এবং নবাগতা ঈশানির ‘পরিণীতা’ আদৌ ‘নিম ফুলের মধু’র জায়গা নিতে পারবে কিনা তা নিয়ে সংশয়ও ছিল বহু দর্শকের মনে। তবে টিআরপি তালিকা সামনে আসতেই দেখা গেল, প্রথম সপ্তাহে কামাল দেখিয়েছে এই সিরিয়াল! ৬.৭ রেটিং নিয়ে প্রথম সপ্তাহেই তৃতীয় হয়েছে ‘পরিণীতা’ (Parineeta)।
আরও পড়ুনঃ জোর ঝটকা! আরজি কর কাণ্ডে কেন্দ্র এবার যা জানাল … রাতের ঘুম উড়ল বিনীতের?
এই সপ্তাহে বেঙ্গল টপারের স্থান দখল করেছে জি বাংলার দুই সিরিয়াল (Bengali Serial)। ৭.১ পয়েন্ট সহযোগে শীর্ষস্থান দখল করেছে ‘ফুলকি’ (Phulki) এবং ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বিগত প্রায় ৩ বছর ধরে দর্শকমনে রাজ করছে জ্যাস-স্বয়ম্ভূরা। মাঝে টিআরপি কিছুটা কমলেও, টানটান উত্তেজনার গল্প দেখিয়ে ফের বেঙ্গল টপারের সিংহাসন দখল করল এই সিরিয়াল। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’র নাম। দুই মেগারই প্রাপ্ত পয়েন্ট ৭.০।
- চলতি সপ্তাহের সেরা ১০ বাংলা ধারাবাহিক
প্রথম- জগদ্ধাত্রী/ফুলকি (৭.১)
দ্বিতীয়- গীতা এলএলবি/কথা (৭.০)
তৃতীয়- পরিণীতা (৬.৭)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৬.৬)
পঞ্চম- রাঙামতী তীরন্দাজ/ উড়ান (৬.৪)
ষষ্ঠ- আনন্দী (৬.১)
সপ্তম- নিম ফুলের মধু/ তেঁতুলপাতা (৫.৬)
অষ্টম- অনুরাগের ছোঁয়া+ হরগৌরী পাইস হোটেল (১৫ মিনিট)/ ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৫)
নবম- রোশনাই (৫.৪)
দশম- শুভ বিবাহ (৫.৩)
এদিকে নন ফিকশনের কথা বলা হলে, জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ সানডে ফিকশন চলতি সপ্তাহে মাত্র ৪.৫ রেটিং (TRP) পেয়েছে। সেই হিসেবে ‘সারেগামাপা’ একটু ভালো ফলাফল করেছে। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৪.৭। রবিবার ওই সময় স্টার জলসায় সম্প্রচারিত নন ফিকশন শোয়ের রেটিং ৪.০।